ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২০২১ সালে ষষ্ঠ আদমশুমারি: পরিকল্পনামন্ত্রী

২০২১ সালে দেশে ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনার অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম মাহজাবীন মোরশেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পৃথিবীর প্রায় সব দেশেই নিজস্ব আদমশুমারির ব্যবস্থা রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রতি দশ বছর পর পর আদমশুমারি করা হয়। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। তখন প্রাথমিক ফলাফলে জনসংখ্যা ৭ কোটি ১৪ লাখ দেখা গেলেও চূড়ান্ত ফলাফলে তা বেড়ে ৭ কোটি ৬৪ লাখ হয়। ২০১১ সালে পঞ্চম আদমশুমারি হয়।

সংসদে পরিকল্পনামন্ত্রী জানান, ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনার হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।

সরকারদলীয় সাংসদ জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০১৫-১৬ এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার জন।

সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপুর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করতে সংকল্পবদ্ধ।

দেশ থেকে শতভাগ দারিদ্র্য দূরীকরণ, সবার জন্য খাদ্য নিশ্চিতসহ নিম্ন আয়ের জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

২০২১ সালে ষষ্ঠ আদমশুমারি: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭

২০২১ সালে দেশে ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনার অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম মাহজাবীন মোরশেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পৃথিবীর প্রায় সব দেশেই নিজস্ব আদমশুমারির ব্যবস্থা রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রতি দশ বছর পর পর আদমশুমারি করা হয়। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। তখন প্রাথমিক ফলাফলে জনসংখ্যা ৭ কোটি ১৪ লাখ দেখা গেলেও চূড়ান্ত ফলাফলে তা বেড়ে ৭ কোটি ৬৪ লাখ হয়। ২০১১ সালে পঞ্চম আদমশুমারি হয়।

সংসদে পরিকল্পনামন্ত্রী জানান, ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনার হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।

সরকারদলীয় সাংসদ জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০১৫-১৬ এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার জন।

সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপুর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করতে সংকল্পবদ্ধ।

দেশ থেকে শতভাগ দারিদ্র্য দূরীকরণ, সবার জন্য খাদ্য নিশ্চিতসহ নিম্ন আয়ের জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।