মৌসুমি বায়ুর প্রভাবে কখনও থেমে থেমে আবার কখনও টানা বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। বেশ বিপাকে পড়েছেন সেসব জায়গার স্থানীয় লোকজন।
ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে বলে জানা গেছে। এতে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে দক্ষিণ শালধর, মালিপাথরসহ জেলার বেশ কয়েকটি এলাকা।
বাগেরহাট-সাতক্ষীরাসহ উপকূলীয় জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিচু এলাকার বেশ কিছু বসতবাড়ি। এছাড়া রাস্তাঘাটে পানি জমে যান চলাচলও ব্যাহত হচ্ছে।
এদিকে, খাগড়াছড়িতে বিরামহীন বৃষ্টিতে সবকটি নদী-ছড়া ও খালে পানি বেড়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি ও মাছের ঘের। এতে এই এলাকার শত শত পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।