ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে আরো ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বাঙালী কণ্ঠ নিউজঃ  চলতি বছর পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরব এসে আরো ৪ বাংলাদেশি মারা গেছেন। এনিয়ে এ ২০১৭সালে এপর্যন্ত মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭ এ।

সবশেষ মারা যাওয়া বাংলাদেশিরা হলেন, বগুড়া জেলার গাবতলী উপজেলার মোঃ আব্দুস সামাদ (৬১) পাসপোর্ট নাম্বার BN0989021, গাইবান্ধা সদর উপজেলার ফুলমিয়া মন্ডল (৬৩) পাসপোর্ট নাম্বার  BM0491657, চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাদশা হোসেন (৭৫) পাসপোর্ট নং  BM0865909 এবং নাটোর উপজেলার বড়াইগ্রাম উপজেলার জাহাঙ্গীর কামাল (৬৫)  পাসপোর্ট নং BK0393639।

চলতি বছর ৬৩৫টি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ১লাখ ২৭হাজার ১৯৮জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। ইতিমধ্যে ৫০হাজারের বেশী বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবে আগত মুসুল্লীরা মক্কা এবং মদীনায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সৌদিতে আরো ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  চলতি বছর পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরব এসে আরো ৪ বাংলাদেশি মারা গেছেন। এনিয়ে এ ২০১৭সালে এপর্যন্ত মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭ এ।

সবশেষ মারা যাওয়া বাংলাদেশিরা হলেন, বগুড়া জেলার গাবতলী উপজেলার মোঃ আব্দুস সামাদ (৬১) পাসপোর্ট নাম্বার BN0989021, গাইবান্ধা সদর উপজেলার ফুলমিয়া মন্ডল (৬৩) পাসপোর্ট নাম্বার  BM0491657, চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাদশা হোসেন (৭৫) পাসপোর্ট নং  BM0865909 এবং নাটোর উপজেলার বড়াইগ্রাম উপজেলার জাহাঙ্গীর কামাল (৬৫)  পাসপোর্ট নং BK0393639।

চলতি বছর ৬৩৫টি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ১লাখ ২৭হাজার ১৯৮জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। ইতিমধ্যে ৫০হাজারের বেশী বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবে আগত মুসুল্লীরা মক্কা এবং মদীনায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।