ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এই ছাগলের দাম ৮০ হাজার টাকা

বাঙালী কণ্ঠ নিউজঃ ছাগলটির দাম ৮০ হাজার টাকা। রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহানন্দখালির সুনিল বাবুর ছাগল এটা। এবার কোরবানিতে পশুর হাটে তোলার কথা রয়েছে। মালিক সুনিলের দাবি ছাগলটির ওজন দুই মণ (৮০ কেজি)। ছাগলটির মালিক সুনিল বাবু হোমিও চিকিৎসক।

তিনি জানান, তিন বছর আগে হাট থেকে শখ করে বাড়িতে পোষার জন্য ছাগলটি কিনেছিলেন। বাড়িতেই অনেক যত্নে ছাগলটি পালন করেছেন।

তিনি জানান, গত বছর কোরবানিতে তার এই প্রিয় ছাগলটিকে হাটে তুলেছিলেন। সেই সময় দাম উঠেছিল ৪৫ হাজার টাকা। উপযুক্ত দাম না পাওয়ার কারণে তিনি বিক্রি করেননি। এবারে ৮০ হাজার টাকা দাম আশা করছেন।

সুনিল বাবু জানান, খাওয়ার খরচ মিলে ছাগলটির পেছনে প্রতিদিন তার ১০০ টাকার বেশি ব্যয় হয়। ইতোমধ্যেই অনেকে এটি কেনার জন্য বাড়িতে যোগাযোগ করছেন। সর্বোচ্চ দাম উঠেছে ৬৮ হাজার টাকা। তবে, ৮০ হাজারের নিচে ছাগলটি বিক্রি করবেন না বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এই ছাগলের দাম ৮০ হাজার টাকা

আপডেট টাইম : ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ছাগলটির দাম ৮০ হাজার টাকা। রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহানন্দখালির সুনিল বাবুর ছাগল এটা। এবার কোরবানিতে পশুর হাটে তোলার কথা রয়েছে। মালিক সুনিলের দাবি ছাগলটির ওজন দুই মণ (৮০ কেজি)। ছাগলটির মালিক সুনিল বাবু হোমিও চিকিৎসক।

তিনি জানান, তিন বছর আগে হাট থেকে শখ করে বাড়িতে পোষার জন্য ছাগলটি কিনেছিলেন। বাড়িতেই অনেক যত্নে ছাগলটি পালন করেছেন।

তিনি জানান, গত বছর কোরবানিতে তার এই প্রিয় ছাগলটিকে হাটে তুলেছিলেন। সেই সময় দাম উঠেছিল ৪৫ হাজার টাকা। উপযুক্ত দাম না পাওয়ার কারণে তিনি বিক্রি করেননি। এবারে ৮০ হাজার টাকা দাম আশা করছেন।

সুনিল বাবু জানান, খাওয়ার খরচ মিলে ছাগলটির পেছনে প্রতিদিন তার ১০০ টাকার বেশি ব্যয় হয়। ইতোমধ্যেই অনেকে এটি কেনার জন্য বাড়িতে যোগাযোগ করছেন। সর্বোচ্চ দাম উঠেছে ৬৮ হাজার টাকা। তবে, ৮০ হাজারের নিচে ছাগলটি বিক্রি করবেন না বলে জানিয়েছেন তিনি।