প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চাকরির মেয়াদ আরো তিন বছর বাড়িয়েছে সরকার। ১৮ জুন থেকে তার মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৫ সালের ১৫ জুন সচিব পদমর্যাদা ও বেতনে একবছরের চুক্তিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পান ইহসানুল। এর আগে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।