ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় কমেছে শীতের তীব্রতা, পৌষে কাবু উত্তরাঞ্চল

বছরের শুরুর তুলনায় রাজধানী ঢাকায় শীতের তীব্রতা কমেছে। তবে দেশের উত্তরাঞ্চলে শীতের দাপট কমেনি। বেশ কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলোতে তাপমাত্রার পারদ ৮ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঘন কুয়াশা আর দূষণের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। অনেক এলাকায় আটকে যাচ্ছে দৃষ্টিসীমা। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এসময় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল শনিবার উত্তরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁওয়ে ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাট ও নীলফামারীর ডিমলা এবং সৈয়দপুরে ১২ দশমিক শূন্য, দিনাজপুরে ১২ দশমিক এক, রংপুরে ১২ দশমিক পাঁচ, গাইবান্ধায় ১২ দশমিক সাত এবং কুড়িগ্রামের রাজারহাটে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপাকে পড়েছেন শ্রমিক, দিনমজুর আর নিম্ন আয়ের মানুষরা। গ্রামাঞ্চলে বাড়ছে নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশিসহ ঠান্ডাজনিত নানান রোগ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ঢাকায় কমেছে শীতের তীব্রতা, পৌষে কাবু উত্তরাঞ্চল

আপডেট টাইম : ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

বছরের শুরুর তুলনায় রাজধানী ঢাকায় শীতের তীব্রতা কমেছে। তবে দেশের উত্তরাঞ্চলে শীতের দাপট কমেনি। বেশ কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলোতে তাপমাত্রার পারদ ৮ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঘন কুয়াশা আর দূষণের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। অনেক এলাকায় আটকে যাচ্ছে দৃষ্টিসীমা। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এসময় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল শনিবার উত্তরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁওয়ে ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাট ও নীলফামারীর ডিমলা এবং সৈয়দপুরে ১২ দশমিক শূন্য, দিনাজপুরে ১২ দশমিক এক, রংপুরে ১২ দশমিক পাঁচ, গাইবান্ধায় ১২ দশমিক সাত এবং কুড়িগ্রামের রাজারহাটে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপাকে পড়েছেন শ্রমিক, দিনমজুর আর নিম্ন আয়ের মানুষরা। গ্রামাঞ্চলে বাড়ছে নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশিসহ ঠান্ডাজনিত নানান রোগ।