ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাঙামাটি‌তে তারুণ্যের উৎস‌বের ক্রীড়া প্রতিযোগীতা অনু‌ষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জেলা ক্রীড়া অ‌ফিস এর উদ্যো‌গে তারুণ্যের উৎসব উপল‌ক্ষ্যে ৫ কিঃ মিঃ ট্র্যাক রা‌নিং ও এ্যাথ‌লে‌টিক্স প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকা‌লে রাঙামা‌টি‌তে এ প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে আ‌য়ো‌জিত প্রতি‌যো‌গিতা শে‌ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন রাঙামা‌টি পার্বত্য জেলা প‌রিষদ চেয়ারম্যান কৃ‌ষি‌বিদ কাজল তালুকদার।

এসময় জেলা প‌রিষদ সদস্য প্রতুল দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অ‌ফিসার এস আই এম ফের‌দৌউস আলমসহ ক্রীড়া সংগঠক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

এদিন তারু‌ণ্যের উৎসব উপল‌ক্ষ্যে প্রতিভাবান এ্যাথ‌লেট সৃ‌ষ্টির ল‌ক্ষ্যে ৫ কিঃ মিঃ ট্র‌্যাক রা‌নিং ও এ্যাথ‌লে‌টিক্স প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ট্র্যাক রা‌নিং ও এ্যাথ‌লে‌টিক্স প্রতি‌যো‌গিতার বি‌ভিন্ন ইভে‌ন্টে রাঙামা‌টির বি‌ভিন্ন উপ‌জেলা ও জেলা সদ‌রের প্রায় দুই শতা‌ধিক প্রতি‌যো‌গী অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে অ‌তি‌থিবৃন্দ বি‌ভিন্ন ইভে‌ন্টের বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার, সনদ ও টিশার্ট তু‌লে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চ্যাম্পিয়নস ট্রফিতে একসাথে সাকিব-তামিম

রাঙামাটি‌তে তারুণ্যের উৎস‌বের ক্রীড়া প্রতিযোগীতা অনু‌ষ্ঠিত

আপডেট টাইম : ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জেলা ক্রীড়া অ‌ফিস এর উদ্যো‌গে তারুণ্যের উৎসব উপল‌ক্ষ্যে ৫ কিঃ মিঃ ট্র্যাক রা‌নিং ও এ্যাথ‌লে‌টিক্স প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকা‌লে রাঙামা‌টি‌তে এ প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে আ‌য়ো‌জিত প্রতি‌যো‌গিতা শে‌ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন রাঙামা‌টি পার্বত্য জেলা প‌রিষদ চেয়ারম্যান কৃ‌ষি‌বিদ কাজল তালুকদার।

এসময় জেলা প‌রিষদ সদস্য প্রতুল দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অ‌ফিসার এস আই এম ফের‌দৌউস আলমসহ ক্রীড়া সংগঠক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

এদিন তারু‌ণ্যের উৎসব উপল‌ক্ষ্যে প্রতিভাবান এ্যাথ‌লেট সৃ‌ষ্টির ল‌ক্ষ্যে ৫ কিঃ মিঃ ট্র‌্যাক রা‌নিং ও এ্যাথ‌লে‌টিক্স প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ট্র্যাক রা‌নিং ও এ্যাথ‌লে‌টিক্স প্রতি‌যো‌গিতার বি‌ভিন্ন ইভে‌ন্টে রাঙামা‌টির বি‌ভিন্ন উপ‌জেলা ও জেলা সদ‌রের প্রায় দুই শতা‌ধিক প্রতি‌যো‌গী অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে অ‌তি‌থিবৃন্দ বি‌ভিন্ন ইভে‌ন্টের বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার, সনদ ও টিশার্ট তু‌লে দেন।