গুলশান ও সোলাকিয়াসহ সম্প্রতি বিভিন্ন স্থানে জঙ্গিহামলার মূল পরিকল্পনাকারী মেজর অব. জিয়া ও তামিম চৌধুরী বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শ এ কে এম শহীদুল হক। তাদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা
দিয়েছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পুলিশ প্রধান এসব কথা বলেন।
পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘তামিম চৌধুরী গুলশান হামলার আগে দেশেই ছিলেন। ধারণা করা হচ্ছে, হামলার পরে সে বিদেশে চলে যেতে পারে, যেহেতু জেএমবির অর্থায়ন বিদেশ থেকেই হয়।’
মেজর জিয়া সম্পর্কে তিনি বলেন, ‘জিয়া আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) সমন্বয়কের কাজ করেছে। জিয়াও দেশের বাইরে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।’