ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ সদর দপ্তরে এসপি বাবুল

আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার এক মাসের বেশি সময় পরে রাজধানীর রাজারবাগে পুলিশ সদর দপ্তরে গেছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সেখানে যান তিনি। এক ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করার পর চলে যান তিনি।

এসপি বাবুল আক্তারের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশ সদর দপ্তর। ২৫ জুনের পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমিও ঘটনাটি শুনেছি। তবে তিনি (বাবুল আক্তার) কাজে যোগ দিতে নাকি অন্য কারণে এসেছেন তা জানা নেই। খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে পরে সবকিছু বলা হবে।’

পুলিশের সূত্র বলছে, বাবুল আক্তার রাজারবাগে এসে নিজের অফিসে যান, ঘুরে দেখেন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তবে কী কথা হয়েছে তা জানা যায়নি।

২৫ জুন রাজধানীর খিলগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে মধ্যরাতে ডেকে নিয়ে টানা ১৫ ঘণ্টা ডিবি কার্যালয়ে রাখা হয় পুলিশের এ আলোচিত কর্মকর্তাকে। এরপর থেকে তিনি কাজে যোগ দেননি। ওই সময় গুজব উঠেছিল- তিনি পদত্যাগ করেছেন। তবে সে সময় পুলিশের মহাপরিদর্শক বলেছিলেন, বাবুল আক্তার চাকরিতে বহাল আছেন।

৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এরপর থেকেই বাবুল আক্তারকে নিয়ে নানা রহস্য দানা বাঁধতে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পুলিশ সদর দপ্তরে এসপি বাবুল

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০১৬

আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার এক মাসের বেশি সময় পরে রাজধানীর রাজারবাগে পুলিশ সদর দপ্তরে গেছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সেখানে যান তিনি। এক ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করার পর চলে যান তিনি।

এসপি বাবুল আক্তারের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশ সদর দপ্তর। ২৫ জুনের পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমিও ঘটনাটি শুনেছি। তবে তিনি (বাবুল আক্তার) কাজে যোগ দিতে নাকি অন্য কারণে এসেছেন তা জানা নেই। খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে পরে সবকিছু বলা হবে।’

পুলিশের সূত্র বলছে, বাবুল আক্তার রাজারবাগে এসে নিজের অফিসে যান, ঘুরে দেখেন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তবে কী কথা হয়েছে তা জানা যায়নি।

২৫ জুন রাজধানীর খিলগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে মধ্যরাতে ডেকে নিয়ে টানা ১৫ ঘণ্টা ডিবি কার্যালয়ে রাখা হয় পুলিশের এ আলোচিত কর্মকর্তাকে। এরপর থেকে তিনি কাজে যোগ দেননি। ওই সময় গুজব উঠেছিল- তিনি পদত্যাগ করেছেন। তবে সে সময় পুলিশের মহাপরিদর্শক বলেছিলেন, বাবুল আক্তার চাকরিতে বহাল আছেন।

৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এরপর থেকেই বাবুল আক্তারকে নিয়ে নানা রহস্য দানা বাঁধতে থাকে।