বাঙালী কণ্ঠ ডেস্কঃ চলতি বছরের মার্চ ও এপ্রিল এই দুই মাসে ৭০ জন মানুষ বজ্রপাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি জানান, এর মধ্যে ২৯ ও ৩০ এপ্রিল এ দুইদিনে ২৯ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সচিবালয়ে চলমান আবহাওয়া পরিস্থিতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত মার্চ মাসে ১২ জন এবং এপ্রিল মাসে ৫৮ জনসহ মোট ৭০ জন লোক বজ্রপাতে মারা গেছেন।
এসময় মন্ত্রী দেশবাসীকে বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাব্য পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে বলে আশ্বস্ত করে এই মৌসুমে সবাইকে দেখে শুনে ঘর থেকে বের হতে বলেছেন।