বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশে চারদিনের শুভেচ্ছা সফর শেষে রাশিয়ান নৌবাহিনীর জরিপ জাহাজ ‘অ্যাডমিরাল ভ্লাদিমিরস্কি’ ‘মঙ্গলবার (১ মে) সকালে চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌঅঞ্চলের চিফ স্টাফ অফিসার (অপারেশন্স) ক্যাপ্টেন মির্জা মামুন-উর-রশীদ, তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
বাংলাদেশ সফরকালে জাহাজটির অধিনায়ক আলেকজান্ডার ভিয়াসসাবোভিচ পাইসকিন এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌঅঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, প্রশিক্ষণ ঘাঁটি ও স্থাপনাসহ চট্টগ্রামের ঐতিহাসিক এলাকাসমূহ পরিদর্শন করেন। এই শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে কার্যকরী ভূমিকা রাখবে।
উল্লেখ্য, রাশিয়ার নৌবাহিনীর এই জরিপ জাহাজ গত ২৮ এপ্রিল চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছায়।-আইএসপিআর