বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের অংশে যশোর রোডের শতবর্ষী গাছগুলো কাটায় আদালত নিষেধাজ্ঞা জারি করলেও ভারতের অংশে যশোর রোডের প্রায় ৩৫৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। এই রায়ে ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।
তবে প্রতিটি গাছের পরিবর্তে আইন অনুযায়ী পাঁচটি করে নতুন গাছ লাগাতে হবে। কলকাতা সংলগ্ন বারাসাত থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের চেকপোস্ট পেট্রাপোল পর্যন্ত ৬১ কিলোমিটার রাস্তায় যানবাহন চলাচলে গতি ফিরিয়ে আনতে সরকার পাঁচটি ফ্লাইওভার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এজন্য গত বছর ফেব্রুয়ারিতে শতবর্ষী গাছগুলো কাটার কাজ শুরু হয়েছিল।
স্থানীয় পরিবেশকর্মীরা আদালত থেকে গাছ কাটার ওপরে স্থগিতাদেশ পেয়েছিলেন, যা এতদিন বলবৎ ছিল। যে পরিবেশকর্মীরা আদালতে জনস্বার্থে মামলা করেছিলেন, তারা শুক্রবারের রায়ের পরে বলেন, আমরা হতাশ, এতগুলো ঐতিহ্যবাহী গাছ কেটে ফেলা হবে।
সূত্রঃ আমাদের সময়