বাঙালী কণ্ঠ নিউজঃ পাসপোর্টের আবেদন করতে এখন থেকে আবেদনকারীর মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হবে বলে জানিয়েছে পাসপোর্ট অফিস। সম্প্রতি এক আদেশে সব অফিসগুলোকে বিষয়টি অবগত করা হয়েছে। আগে আবেদনের জন্য সত্যায়িত দুইকপি এনআইডির ফটোকপি জমা দিলেই হত। এখন থেকে মূল কপি প্রদর্শন বাধ্যতামূলক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একাধিক পরিচালক বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা জানান, এনআইডির ফটোকপি জমা দিলে এটি আসল নাকি নকল তা যাচাই-বাছাইয়ের সুযোগ থাকে না, জালিয়াতির সম্ভাবনা থাকে। তাই নতুন এই নিয়ম চালু হয়েছে।
পাসপোর্ট আবেদনে যা প্রয়োজনঃ
১। পাসপোর্ট আবেদনের জন্য পূরণকৃত নির্ধারিত ফর্ম। আবেদনকারী নতুন হলে দুই কপি ও পুরাতন হলে ১ কপি পূরণ করতে হবে।
২। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগানো হতে হবে।
৩। সত্যায়িত করা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের দুই কপি ফটোকপি।
৪। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বাবা-মা’র স্ট্যাম্প সাইজের ছবি।
৫। অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে সরকারি জিও’র কপি
৬। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে পেনশনবুকের ফটোকপি।
৭। পেশাগত সনদের সত্যায়িত কপি। (অফিস আইডি কার্ডের ফটোকপি)