বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও অনুদানের চেক বিতরণ করছেন।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে আর্থিক সহায়তা ও অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী ১১৩ জন অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মোট ৮৫ লাখ টাকার অনুদান দেবেন। অনুষ্ঠানে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।