ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছে মিয়ানমারের প্রতিনিধিদল

বাঙালী কণ্ঠ নিউজঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, অক্টোবরে মিয়ানমার থেকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি প্রতিনিধিদল প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। মিয়ানমারের রাখাইনে সেদেশের সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হেগের এ আদালতের কৌঁসুলি ফাতোও বেনসুদা গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে, তাতে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

এ প্রেক্ষিতে মিয়ানমারের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের ঘোষণা দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে পারে বলে আশাবাদী অনেক বিশ্লেষক।

Tag :
আপলোডকারীর তথ্য

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছে মিয়ানমারের প্রতিনিধিদল

আপডেট টাইম : ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, অক্টোবরে মিয়ানমার থেকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি প্রতিনিধিদল প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। মিয়ানমারের রাখাইনে সেদেশের সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হেগের এ আদালতের কৌঁসুলি ফাতোও বেনসুদা গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে, তাতে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

এ প্রেক্ষিতে মিয়ানমারের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের ঘোষণা দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে পারে বলে আশাবাদী অনেক বিশ্লেষক।