বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জ ইটনা উপজেলার মহেশচন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তিনি এ বিদ্যালয়ে প্রবেশ করেন।
এ সময় রাষ্ট্রপতির সাথে ছিলেন-কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেনসহ প্রমুখ।
২০১৮ সালের ২৮ আগস্ট বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়।