ঢাকা , শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়ন না পেলেও নৌকার প্রচার করবেন শাকিল খান

বাঙালী কণ্ঠ নিউজঃ নৌকায় ভোট চাইছেন নায়ক শাকিল খান। এরই মধ্যে তিনি নিজ এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাকিল খান সাংবাদিককে বলেন, ‘আমি তো অনেক আগে থেকেই মাঠে কাজ করছি। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। এরই মধ্যে দলের নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আশা করি, আমাকে মনোনয়ন দেওয়া হবে।’

শাকিল সাংবাদিককে আরো বলেন, ‘সিগন্যাল এখনো পাইনি। তবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজের এলাকায় কাজ করতে বলেছেন, নৌকার জন্য ভোট চাইতে বলেছেন। আমি এখন সেই কাজটিই করছি।’

আপনার এলাকায় নেতারা আপনার মনোনয়নের বিষয়টি কীভাবে দেখছেন—জানতে চাইলে শাকিল বলেন, ‘আমি এর মধ্যে আমার এলাকায় গণসংযোগ করছি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মোটর শোভাযাত্রাও করেছি। নৌকার জন্য ভোট চাওয়ার সময় আমি পাশে সবাইকে পাচ্ছি। আমি মনে করি, এলাকার সবাই আমাকে সমর্থন করছেন।’

মনোনয়ন না পেলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে শাকিল বলেন, ‘আমি আসলে দলের জন্য ভোট চাইছি। আমি আমার নামে ভোট চাইছি না। কে নির্বাচন করবেন, তা দল নির্ধারণ করবে। আমি দলের হয়ে কাজ করতে চাই। যদি আমি নমিনেশন না পাই, তা হলে দল থেকে যাকে দেওয়া হবে, আমি উনার হয়ে কাজ করব।’

নব্বইয়ের দশকে বাংলাদেশি চলচ্চিত্রে আলোচনায় আসেন শাকিল খান। প্রথম দুই সিনেমা ‘আমার ঘর আমার বেহেশত’ ও ‘এই মন তোমাকে দিলাম’ ব্যবসাসফল হওয়ার পর শাকিল অনেক ছবিতেই অভিনয় করেন। তবে খুব একটা দর্শকনন্দিত হয় সেসব ছবি।

বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে আছেন, ব্যবসা করছেন। ‘রোজ হারবাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। ব্যবসার পাশাপাশি রাজনৈতিক কাজেও মনোযোগ দিচ্ছেন শাকিল খান।

সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন শাকিল, সেখানে দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি। খুবই দ্রুত সেখানে কাজ শুরু হবে বলে জানান শাকিল।

সূত্রঃ এনটিভি

Tag :
আপলোডকারীর তথ্য

মনোনয়ন না পেলেও নৌকার প্রচার করবেন শাকিল খান

আপডেট টাইম : ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ নৌকায় ভোট চাইছেন নায়ক শাকিল খান। এরই মধ্যে তিনি নিজ এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাকিল খান সাংবাদিককে বলেন, ‘আমি তো অনেক আগে থেকেই মাঠে কাজ করছি। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। এরই মধ্যে দলের নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আশা করি, আমাকে মনোনয়ন দেওয়া হবে।’

শাকিল সাংবাদিককে আরো বলেন, ‘সিগন্যাল এখনো পাইনি। তবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজের এলাকায় কাজ করতে বলেছেন, নৌকার জন্য ভোট চাইতে বলেছেন। আমি এখন সেই কাজটিই করছি।’

আপনার এলাকায় নেতারা আপনার মনোনয়নের বিষয়টি কীভাবে দেখছেন—জানতে চাইলে শাকিল বলেন, ‘আমি এর মধ্যে আমার এলাকায় গণসংযোগ করছি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মোটর শোভাযাত্রাও করেছি। নৌকার জন্য ভোট চাওয়ার সময় আমি পাশে সবাইকে পাচ্ছি। আমি মনে করি, এলাকার সবাই আমাকে সমর্থন করছেন।’

মনোনয়ন না পেলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে শাকিল বলেন, ‘আমি আসলে দলের জন্য ভোট চাইছি। আমি আমার নামে ভোট চাইছি না। কে নির্বাচন করবেন, তা দল নির্ধারণ করবে। আমি দলের হয়ে কাজ করতে চাই। যদি আমি নমিনেশন না পাই, তা হলে দল থেকে যাকে দেওয়া হবে, আমি উনার হয়ে কাজ করব।’

নব্বইয়ের দশকে বাংলাদেশি চলচ্চিত্রে আলোচনায় আসেন শাকিল খান। প্রথম দুই সিনেমা ‘আমার ঘর আমার বেহেশত’ ও ‘এই মন তোমাকে দিলাম’ ব্যবসাসফল হওয়ার পর শাকিল অনেক ছবিতেই অভিনয় করেন। তবে খুব একটা দর্শকনন্দিত হয় সেসব ছবি।

বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে আছেন, ব্যবসা করছেন। ‘রোজ হারবাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। ব্যবসার পাশাপাশি রাজনৈতিক কাজেও মনোযোগ দিচ্ছেন শাকিল খান।

সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন শাকিল, সেখানে দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি। খুবই দ্রুত সেখানে কাজ শুরু হবে বলে জানান শাকিল।

সূত্রঃ এনটিভি