রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত। বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৩ তলার পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের ১৪ তলায় অগ্নিকান্ডের
খবর পেয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মতিঝিল থানার ডিউটি অফিসার এমদাদ হোসেন জানান, আগুন লাগার পর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে কিভাবে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশ ব্যাংকের ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে। তবে ওই তলার কক্ষগুলো এখন পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।