ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আবার কেন আলোচনায় ‘মাইনাস টু ফর্মুলা’

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রথম আলোচনায় আসে ‘মাইনাস টু ফর্মুলা’। তখন দেশের দুই প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেবার পর এ আলোচনা সামনে আসে। অভিযোগ রয়েছে, দুই নেত্রীকে বিদেশে পাঠানোর চাপ ছিল তখনকার সরকারের

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে ‘মাইনাস টু ফর্মুলা’। তিনি বলেছেন, ‘মাইনাস টু ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করে। অথবা ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ষড়যন্ত্রে যেন লিপ্ত না হন।’

মির্জা ফখরুলের এমন বক্তব্যে ‘বিএনপি বা এর শীর্ষ নেতৃত্বকে’ সরিয়ে দেওয়ার ইঙ্গিত কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে আলোচনা।

এর আগে সোমবার সরকারের এক উপদেষ্টা বলেছেন, ‘আমাদের হাতে সময় খুবই কম। কম সময়ে কতটুকু কাজ করতে পারব জানি না। রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছেন। আমিও আমার শিক্ষকতা পেশায় ফিরে যেতে চাই।’

বিএনপি মহাসচিবের সঙ্গে সুর মিলিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে দেশে আজ একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়া চলছে। কোনো একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এ কাজে ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছে। যা কোনোভাবে কাম্য নয়।

অতীতে মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয়েছে। এখন বিরাজনীতিকরণ করতে যে প্রক্রিয়া চলছে তাও ব্যর্থ হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ‘মাইনাস-২ ফর্মুলা’র এমন দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘মাইনাস টু নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন। এ ধরনের বক্তব্য অহেতুক বিতর্কের জন্ম দেয়। এক কথায় বলছি মাইনাস টু’র পরিকল্পনা নেই সরকারের। নির্বাচন সংস্কার নিয়ে কাজ করছে সরকার।’

উপদেষ্টা ফরিদা আখতারের মতো একই কথা বলেছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান। মাইনাস টু ফর্মুলা নিয়ে এ উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপির বক্তব্য দেওয়ার অধিকার আছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে এটা তাদের যৌক্তিক দাবি। সরকারও নির্বাচন চায়। তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে।’

একই কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসউদ। গণমাধ্যমকে তিনি জানান, সবাইকে নিয়েই তারা রাজনীতি করতে চান। বিএনপিকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। বিএনপি কেন এমন ভাবছে তা তাদের জানা নেই।

নির্বাচনের পরিবর্তে রাষ্ট্র সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকার জোর দেওয়ার কারণেই ‘মাইনাস টু’ ফর্মুলা আলোচনায় এসেছে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মামুন আল মোস্তফা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিএনপি হয়তো ভাবছে সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করে বা কিংস পার্টির মাধ্যমে তাদের ক্ষমতায় আসা বিলম্বিত করার চেষ্টা হচ্ছে। আমার ধারণা এ কারণেই তারা মাইনাস টু ফর্মুলার বিষয়টি সামনে নিয়ে এসেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আবার কেন আলোচনায় ‘মাইনাস টু ফর্মুলা’

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রথম আলোচনায় আসে ‘মাইনাস টু ফর্মুলা’। তখন দেশের দুই প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেবার পর এ আলোচনা সামনে আসে। অভিযোগ রয়েছে, দুই নেত্রীকে বিদেশে পাঠানোর চাপ ছিল তখনকার সরকারের

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে ‘মাইনাস টু ফর্মুলা’। তিনি বলেছেন, ‘মাইনাস টু ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করে। অথবা ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ষড়যন্ত্রে যেন লিপ্ত না হন।’

মির্জা ফখরুলের এমন বক্তব্যে ‘বিএনপি বা এর শীর্ষ নেতৃত্বকে’ সরিয়ে দেওয়ার ইঙ্গিত কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে আলোচনা।

এর আগে সোমবার সরকারের এক উপদেষ্টা বলেছেন, ‘আমাদের হাতে সময় খুবই কম। কম সময়ে কতটুকু কাজ করতে পারব জানি না। রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছেন। আমিও আমার শিক্ষকতা পেশায় ফিরে যেতে চাই।’

বিএনপি মহাসচিবের সঙ্গে সুর মিলিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে দেশে আজ একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়া চলছে। কোনো একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এ কাজে ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছে। যা কোনোভাবে কাম্য নয়।

অতীতে মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয়েছে। এখন বিরাজনীতিকরণ করতে যে প্রক্রিয়া চলছে তাও ব্যর্থ হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ‘মাইনাস-২ ফর্মুলা’র এমন দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘মাইনাস টু নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন। এ ধরনের বক্তব্য অহেতুক বিতর্কের জন্ম দেয়। এক কথায় বলছি মাইনাস টু’র পরিকল্পনা নেই সরকারের। নির্বাচন সংস্কার নিয়ে কাজ করছে সরকার।’

উপদেষ্টা ফরিদা আখতারের মতো একই কথা বলেছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান। মাইনাস টু ফর্মুলা নিয়ে এ উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপির বক্তব্য দেওয়ার অধিকার আছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে এটা তাদের যৌক্তিক দাবি। সরকারও নির্বাচন চায়। তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে।’

একই কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসউদ। গণমাধ্যমকে তিনি জানান, সবাইকে নিয়েই তারা রাজনীতি করতে চান। বিএনপিকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। বিএনপি কেন এমন ভাবছে তা তাদের জানা নেই।

নির্বাচনের পরিবর্তে রাষ্ট্র সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকার জোর দেওয়ার কারণেই ‘মাইনাস টু’ ফর্মুলা আলোচনায় এসেছে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মামুন আল মোস্তফা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিএনপি হয়তো ভাবছে সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করে বা কিংস পার্টির মাধ্যমে তাদের ক্ষমতায় আসা বিলম্বিত করার চেষ্টা হচ্ছে। আমার ধারণা এ কারণেই তারা মাইনাস টু ফর্মুলার বিষয়টি সামনে নিয়ে এসেছে।’