ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলায় খালেদার উদ্বেগ

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে কনসার্টে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বিএনপি নেত্রী বলেন, ‘হামলায় হতাহতের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। একের পর এক এ ধরনের সন্ত্রাসী ঘটনা বিশ্বব্যাপী সংঘটিত হয়েই চলেছে।’

স্থানীয় সময় গতরাত ১০টা ৩৫মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে কনসার্টে সন্ত্রাসীদের বোমা হামলায় শিশুসহ অনেক হতাহতের ঘটনা ঘটে।

খালেদা জিয়া বলেন, ‘যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকা- মানবতার পরিপন্থী কাজ। সন্ত্রাসীরা সমগ্র মানবজাতির শত্রু। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত কনসার্টে বোমা হামলা চালিয়ে মানুষকে হতাহত করার ঘটনা শুধু বর্বরতাই নয়, এটি মানবজাতির জন্য অশনিসংকেত।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘একটি শান্তিপূর্ণ উৎসবমুখর অনুষ্ঠানে বোমা হামলা করে মানুষ হত্যা কাপুরুষোচিত কাজ। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্যই সন্ত্রাসীরা সাধারণ ও নিরীহ মানুষের রক্তে হাত রঞ্জিত করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না। এখনই বিশ্ব সমাজ এদের রুখে দিতে ব্যর্থ হলে মানবজাতির সকল অর্জন ধুলিস্যাৎ হয়ে যাবে, মানবজাতির অস্তিত্ব হয়ে পড়বে বিপন্ন।’

বিএনপি চেয়ারপারসন এই হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন।

দু:খজনক এই ঘটনায় যুক্তরাজ্যবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশাবাদী যে, যুক্তরাজ্য সরকার ধৈর্য্যরে সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবে এবং সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সক্ষম হবে।’

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সন্ত্রাসী হামলায় ঘটনায় তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, ‘দেশে দেশে সন্ত্রাসীদের এহেন হামলা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।’ বিশ্বের বিভিন্ন এলাকায় ঘৃণ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে সামিল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলায় খালেদার উদ্বেগ

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে কনসার্টে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বিএনপি নেত্রী বলেন, ‘হামলায় হতাহতের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। একের পর এক এ ধরনের সন্ত্রাসী ঘটনা বিশ্বব্যাপী সংঘটিত হয়েই চলেছে।’

স্থানীয় সময় গতরাত ১০টা ৩৫মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে কনসার্টে সন্ত্রাসীদের বোমা হামলায় শিশুসহ অনেক হতাহতের ঘটনা ঘটে।

খালেদা জিয়া বলেন, ‘যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকা- মানবতার পরিপন্থী কাজ। সন্ত্রাসীরা সমগ্র মানবজাতির শত্রু। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত কনসার্টে বোমা হামলা চালিয়ে মানুষকে হতাহত করার ঘটনা শুধু বর্বরতাই নয়, এটি মানবজাতির জন্য অশনিসংকেত।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘একটি শান্তিপূর্ণ উৎসবমুখর অনুষ্ঠানে বোমা হামলা করে মানুষ হত্যা কাপুরুষোচিত কাজ। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্যই সন্ত্রাসীরা সাধারণ ও নিরীহ মানুষের রক্তে হাত রঞ্জিত করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না। এখনই বিশ্ব সমাজ এদের রুখে দিতে ব্যর্থ হলে মানবজাতির সকল অর্জন ধুলিস্যাৎ হয়ে যাবে, মানবজাতির অস্তিত্ব হয়ে পড়বে বিপন্ন।’

বিএনপি চেয়ারপারসন এই হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন।

দু:খজনক এই ঘটনায় যুক্তরাজ্যবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশাবাদী যে, যুক্তরাজ্য সরকার ধৈর্য্যরে সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবে এবং সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সক্ষম হবে।’

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সন্ত্রাসী হামলায় ঘটনায় তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, ‘দেশে দেশে সন্ত্রাসীদের এহেন হামলা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।’ বিশ্বের বিভিন্ন এলাকায় ঘৃণ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে সামিল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।