ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গণভবনে ডাক পড়ল দলীয়-স্বতন্ত্র এমপি ও তৃণমূল নেতাদের

গণভবনে ডাক পড়েছে আওয়ামী লীগের দলীয় ও সব স্বতন্ত্র এমপি এবং জেলা ও উপজেলা নেতাদের। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা জার্মানি যাবেন। তার আগে শনিবার তৃণমূল নেতাদের ডেকে মতবিনিময় করবেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যকার দ্ব›দ্ব নিরসনে এই ‘বিশেষ বর্ধিত সভা’র আয়োজন করা হয়েছে।

এই সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর, উপজেলা/থানা ও জেলা সদরে অবস্থিত পৌর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে দশটায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে আগামী সপ্তাহে জার্মানি যাবেন। আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারে এটি হতে যাচ্ছে সরকারপ্রধানের প্রথম বিদেশ সফর। জার্মানির মিউনিখ শহরে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক নিরাপত্তা নীতি নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা যোগ দেবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জার্মানির মিউনিখে যাওয়ার আগে দ্ব›দ্ব ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে তৃণমূল নেতাদের দিকনির্দেশনা দেবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সোমবার যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার অনুষ্ঠেয় এই বিশেষ বর্ধিত সভায় দলের সভাপতি শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

এদিকে দলীয় একটি সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নৌকা ও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র দ্ব›দ্ব তৈরি হয়েছে। এই দ্ব›দ্ব নিরসন করে দলীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। এই সভায় দিকনির্দেশনামূলক বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে তৃণমূল আওয়ামী লীগের বিদ্যমান দ্ব›দ্ব নিরসনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে দলের নেতাকর্মীদের ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সারা দেশে আওয়ামী লীগ ও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের অনুসারী কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ লেগে আছে। এ নিয়ে হতাহতের ঘটনাও ঘটেছে। বিএনপি ও তাদের মিত্রদের বর্জনের মুখে জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগ। এই সিদ্ধান্তের পর সৃষ্ট দলীয় কোন্দল এবং সংঘাত এখন আওয়ামী লীগের নীতিনির্ধারকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ছড়িয়ে পড়েছে সারা দেশে। তাই আগামীতে যে কোনো নির্বাচনে যাওয়ার আগেই দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য তৈরির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। তারা মনে করছেন, তৃণমূল নেতাকর্মীদের মধ্যকার এই বিরোধ নিরসন করা অসম্ভব নয়। বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপ্রেরণামূলক বক্তৃতায় হতে পারে দলীয় ঐক্য সৃষ্টির সবচেয়ে বড় সহায়।

দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, সর্বশেষ অনুষ্ঠিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় দলীয় ঐক্যের ওপর জোর দেন সভাপতি শেখ হাসিনা। তার নির্দেশ অনুযায়ী রাজশাহী বিভাগের সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্যদের ঢাকায় ডাকা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গণভবনে ডাক পড়ল দলীয়-স্বতন্ত্র এমপি ও তৃণমূল নেতাদের

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

গণভবনে ডাক পড়েছে আওয়ামী লীগের দলীয় ও সব স্বতন্ত্র এমপি এবং জেলা ও উপজেলা নেতাদের। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা জার্মানি যাবেন। তার আগে শনিবার তৃণমূল নেতাদের ডেকে মতবিনিময় করবেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যকার দ্ব›দ্ব নিরসনে এই ‘বিশেষ বর্ধিত সভা’র আয়োজন করা হয়েছে।

এই সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর, উপজেলা/থানা ও জেলা সদরে অবস্থিত পৌর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে দশটায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে আগামী সপ্তাহে জার্মানি যাবেন। আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারে এটি হতে যাচ্ছে সরকারপ্রধানের প্রথম বিদেশ সফর। জার্মানির মিউনিখ শহরে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক নিরাপত্তা নীতি নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা যোগ দেবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জার্মানির মিউনিখে যাওয়ার আগে দ্ব›দ্ব ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে তৃণমূল নেতাদের দিকনির্দেশনা দেবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সোমবার যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার অনুষ্ঠেয় এই বিশেষ বর্ধিত সভায় দলের সভাপতি শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

এদিকে দলীয় একটি সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নৌকা ও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র দ্ব›দ্ব তৈরি হয়েছে। এই দ্ব›দ্ব নিরসন করে দলীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। এই সভায় দিকনির্দেশনামূলক বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে তৃণমূল আওয়ামী লীগের বিদ্যমান দ্ব›দ্ব নিরসনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে দলের নেতাকর্মীদের ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সারা দেশে আওয়ামী লীগ ও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের অনুসারী কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ লেগে আছে। এ নিয়ে হতাহতের ঘটনাও ঘটেছে। বিএনপি ও তাদের মিত্রদের বর্জনের মুখে জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগ। এই সিদ্ধান্তের পর সৃষ্ট দলীয় কোন্দল এবং সংঘাত এখন আওয়ামী লীগের নীতিনির্ধারকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ছড়িয়ে পড়েছে সারা দেশে। তাই আগামীতে যে কোনো নির্বাচনে যাওয়ার আগেই দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য তৈরির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। তারা মনে করছেন, তৃণমূল নেতাকর্মীদের মধ্যকার এই বিরোধ নিরসন করা অসম্ভব নয়। বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপ্রেরণামূলক বক্তৃতায় হতে পারে দলীয় ঐক্য সৃষ্টির সবচেয়ে বড় সহায়।

দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, সর্বশেষ অনুষ্ঠিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় দলীয় ঐক্যের ওপর জোর দেন সভাপতি শেখ হাসিনা। তার নির্দেশ অনুযায়ী রাজশাহী বিভাগের সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্যদের ঢাকায় ডাকা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি।