ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘মানুষের সার্বভৌমত্ব ও মানব রচিত ব্যবস্থা রাজনীতি নয়’

মানুষের সার্বভৌমত্ব ও মানব রচিত ব্যবস্থা রাজনীতি নয়। সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা। আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ‘ইসলাম’ই মূলত রাজনীতি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘রাজনৈতিক সহিংসতার কারণ এবং এ থেকে উত্তরণের উপায়’ বিষয়ক ইসলামী সমাজের আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই বর্তমানে রাজনৈতিক সহিংসতার মাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক সহিংসতার মূল কারণ হলো মানুষের সার্বভৌমত্ব এবং মানব রচিত ব্যবস্থা। মানুষ যখন তাদের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষকেই সার্বভৌমত্বের মালিক, আইনদাতা-বিধানদাতা ও শাসনকর্তা গ্রহণ করে বা মেনে নেয় তখন তারা মূলতঃ দুর্নীতিবাজ ও সন্ত্রাসী হয়ে মানবতাবিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়।’

তিনি আরো বলেন, ‘মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সকল অধিকার আদায় ও সংরক্ষণের লক্ষ্যে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য কল্যাণকর নীতিমালাই রাজনীতি।

রাজনৈতিক সহিংসতা হলো ক্ষমতাসীনদের আত্মকেন্দ্রিক রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য জনগণের ওপর অনৈতিকভাবে ইচ্ছাকৃত ক্ষমতা ও বল প্রয়োগ করা। রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ফিলিস্তিনের সাধারণ মানুষ আজ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের আইন ও বিধান অনুযায়ী রাজনৈতিক সহিংসতাসহ সকল প্রকার মানবতাবিরোধী অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের একমাত্র উপায়। এ লক্ষ্যেই ইসলামী সমাজ সকল মানুষের কল্যাণে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা.) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ‘ইসলামী সমাজ’ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল-১ এর সদস্য মো. আজমুল হক ও খুলনা বিভাগীয় অঞ্চল-২ এর সদস্য আসাদুজ্জামান বুলবুল প্রমুখ। 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

‘মানুষের সার্বভৌমত্ব ও মানব রচিত ব্যবস্থা রাজনীতি নয়’

আপডেট টাইম : ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
মানুষের সার্বভৌমত্ব ও মানব রচিত ব্যবস্থা রাজনীতি নয়। সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা। আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ‘ইসলাম’ই মূলত রাজনীতি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘রাজনৈতিক সহিংসতার কারণ এবং এ থেকে উত্তরণের উপায়’ বিষয়ক ইসলামী সমাজের আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই বর্তমানে রাজনৈতিক সহিংসতার মাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক সহিংসতার মূল কারণ হলো মানুষের সার্বভৌমত্ব এবং মানব রচিত ব্যবস্থা। মানুষ যখন তাদের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষকেই সার্বভৌমত্বের মালিক, আইনদাতা-বিধানদাতা ও শাসনকর্তা গ্রহণ করে বা মেনে নেয় তখন তারা মূলতঃ দুর্নীতিবাজ ও সন্ত্রাসী হয়ে মানবতাবিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়।’

তিনি আরো বলেন, ‘মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সকল অধিকার আদায় ও সংরক্ষণের লক্ষ্যে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য কল্যাণকর নীতিমালাই রাজনীতি।

রাজনৈতিক সহিংসতা হলো ক্ষমতাসীনদের আত্মকেন্দ্রিক রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য জনগণের ওপর অনৈতিকভাবে ইচ্ছাকৃত ক্ষমতা ও বল প্রয়োগ করা। রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ফিলিস্তিনের সাধারণ মানুষ আজ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের আইন ও বিধান অনুযায়ী রাজনৈতিক সহিংসতাসহ সকল প্রকার মানবতাবিরোধী অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের একমাত্র উপায়। এ লক্ষ্যেই ইসলামী সমাজ সকল মানুষের কল্যাণে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা.) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ‘ইসলামী সমাজ’ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল-১ এর সদস্য মো. আজমুল হক ও খুলনা বিভাগীয় অঞ্চল-২ এর সদস্য আসাদুজ্জামান বুলবুল প্রমুখ।