এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
তিনি বাসায় ফেরার পর সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, আজকে ম্যাডামকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ওনার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চেকআপের পরে অধ্যাপক শাহবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এসএম জাফর ইকবাল… ওনাদের সমন্বয়ে মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধপত্র দেয়।
‘‘এই পরিপ্রেক্ষিতে ম্যাডাম সুস্থ বোধ করার কারণে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ওনাকে বাসায় নিয়ে আসা হয়েছে। ”
আশু আরোগ্য কামনায় দোয়া করার জন্য দেশবাসীসহ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া বলে জানান অধ্যাপক জাহিদ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। আর বাসায় ফেরেন রাত ১২টার দিকে।
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন।
সর্বশেষ গত ৯ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।