নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানায় দলটির মিডিয়া সেল।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়া এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে সিসিইউ-সম্বলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন আছেন।
এর আগে চিকিৎসক জাহিদ হোসেন গতকাল সোমবার (৮ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে বলেন, হৃদযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া।
সে কারণেই তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
খালেদা জিয়ার বয়স ৭৯ বছর। তিনি আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।