ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাখালীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের মাহফিলে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ মিললো আম গাছে নদী বাঁচাতে প্রয়োজনে দু’চারটি ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হবে যারা অর্থ নিয়ে দেশ ছেড়েছে তাদের অর্থ ফেরাতে চেষ্টা চলছে: গভর্নর প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতির বিচার হবে: উপদেষ্টা ফরিদা আখতার শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম ২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে স্বস্তি ফিরছে পেঁয়াজের বাজারে নান্দাইলে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ

‘সরকার উৎখাতের আলোচনা’ প্রসঙ্গ টেনে যা বললেন ইনু

বর্তমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আসলে ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলন নেই। এটিকে সরকার উৎখাতের রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়া হয়েছে। ছাত্রদের দাবি এক বিষয় আর সরকার উৎখাতের আন্দোলন আরেক বিষয়। ছাত্র আন্দোলনের যে দাবি ছিল, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে।

কিন্তু সরকার উৎখাতের রাজনৈতিক আন্দোলন যাঁরা করছেন, সেই আন্দোলন মোকাবিলার পদ্ধতি হবে ভিন্ন। সরকার উৎখাতের আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে সরকার। ’

রোববার (৪ আগস্ট) একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, প্রাণহানির সব ঘটনায় বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ করছে। শিক্ষার্থীদের প্রত্যেকে জামিনে মুক্তি পাচ্ছে। এসব পদক্ষেপ তো নেওয়া হয়েছে। কিন্তু ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা দাবি পরিবর্তন করলেন। তাঁরা রাজনৈতিক আহ্বান জানালেন। সমন্বয়কেরা ছাত্রদের দাবির বাইরে চলে গেছেন। তাঁরা এখন রাজনৈতিক আন্দোলন করছেন।

তিনি বলেন, সরকার উৎখাতের বিষয় নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। ফলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। সারা পৃথিবীতে যেভাবে মোকাবিলা করা হয়, এখানেও সেভাবে করা হবে। কারণ, এখন মানুষের বাড়িঘরে আক্রমণ ও অগ্নিসংযোগ করা হচ্ছে। পুলিশের ওপর আক্রমণ করা হচ্ছে।

ইনু বলেন, প্রধানমন্ত্রী ছাত্রদের জন্য আলোচনার দরজা খোলা রেখেছেন। তিনি সংঘাত এড়াতে চান। আর রাজনৈতিক দাবির ব্যাপারে রাজনৈতিকভাবেই মোকাবিলা করার অবস্থানে রয়েছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মহাখালীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

‘সরকার উৎখাতের আলোচনা’ প্রসঙ্গ টেনে যা বললেন ইনু

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

বর্তমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আসলে ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলন নেই। এটিকে সরকার উৎখাতের রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়া হয়েছে। ছাত্রদের দাবি এক বিষয় আর সরকার উৎখাতের আন্দোলন আরেক বিষয়। ছাত্র আন্দোলনের যে দাবি ছিল, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে।

কিন্তু সরকার উৎখাতের রাজনৈতিক আন্দোলন যাঁরা করছেন, সেই আন্দোলন মোকাবিলার পদ্ধতি হবে ভিন্ন। সরকার উৎখাতের আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে সরকার। ’

রোববার (৪ আগস্ট) একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, প্রাণহানির সব ঘটনায় বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ করছে। শিক্ষার্থীদের প্রত্যেকে জামিনে মুক্তি পাচ্ছে। এসব পদক্ষেপ তো নেওয়া হয়েছে। কিন্তু ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা দাবি পরিবর্তন করলেন। তাঁরা রাজনৈতিক আহ্বান জানালেন। সমন্বয়কেরা ছাত্রদের দাবির বাইরে চলে গেছেন। তাঁরা এখন রাজনৈতিক আন্দোলন করছেন।

তিনি বলেন, সরকার উৎখাতের বিষয় নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। ফলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। সারা পৃথিবীতে যেভাবে মোকাবিলা করা হয়, এখানেও সেভাবে করা হবে। কারণ, এখন মানুষের বাড়িঘরে আক্রমণ ও অগ্নিসংযোগ করা হচ্ছে। পুলিশের ওপর আক্রমণ করা হচ্ছে।

ইনু বলেন, প্রধানমন্ত্রী ছাত্রদের জন্য আলোচনার দরজা খোলা রেখেছেন। তিনি সংঘাত এড়াতে চান। আর রাজনৈতিক দাবির ব্যাপারে রাজনৈতিকভাবেই মোকাবিলা করার অবস্থানে রয়েছে সরকার।