ঢাকা , শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতারা কে কী করছেন সব প্রমাণ আছে

বাঙালী কণ্ঠ নিউজঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিএনপি নেতাকর্মীরা কে কোথায় কী করছেন তার সব প্রমাণ আমাদের কাছে রয়েছে। ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে। গ্রেফতার নিয়ে বিএনপি যে অভিযোগ করছে তা মিথ্যা।’

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘নিরপরাধ কাউকে গ্রেফতার করা হচ্ছে না। পারলে প্রমাণ করেন যে, আপনাদের (বিএনপি) নেতাকর্মীরা অপরাধী নয়। আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে।’

‘এসবে কান দিয়ে জনগণের সময় নষ্ট করার দরকার নেই। সরকারকে বিব্রত করার জন্য একটি মহল নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কেউ কান দেবেন না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। এখানে সবাই মিলে মিশে থাকবে এবং ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠা বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার যে সংগ্রাম তা অব্যাহত থাকবে।’

‘দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখায় বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে এ সরকার ক্ষমতায় না এলে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির উত্থান হবে।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেফতারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে তার কিছুই হবে না। আদালতে সুপারিশ করা হবে। এটা নিয়ে কারও বিচলিত হওয়ার কিছু নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপি নেতারা কে কী করছেন সব প্রমাণ আছে

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিএনপি নেতাকর্মীরা কে কোথায় কী করছেন তার সব প্রমাণ আমাদের কাছে রয়েছে। ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে। গ্রেফতার নিয়ে বিএনপি যে অভিযোগ করছে তা মিথ্যা।’

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘নিরপরাধ কাউকে গ্রেফতার করা হচ্ছে না। পারলে প্রমাণ করেন যে, আপনাদের (বিএনপি) নেতাকর্মীরা অপরাধী নয়। আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে।’

‘এসবে কান দিয়ে জনগণের সময় নষ্ট করার দরকার নেই। সরকারকে বিব্রত করার জন্য একটি মহল নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কেউ কান দেবেন না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। এখানে সবাই মিলে মিশে থাকবে এবং ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠা বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার যে সংগ্রাম তা অব্যাহত থাকবে।’

‘দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখায় বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে এ সরকার ক্ষমতায় না এলে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির উত্থান হবে।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেফতারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে তার কিছুই হবে না। আদালতে সুপারিশ করা হবে। এটা নিয়ে কারও বিচলিত হওয়ার কিছু নেই।