সাবেক রাষ্ট্রপাতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে। তারা আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এসময় তিনি অন্যায়ের খেসারত দিতে হচ্ছে বিএনপির বলেও মন্তব্য করেন।
সোমবার সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে আমার এবং দলের ওপর যে অন্যায় করেছে, আজ তারই খেসারত দিতে হচ্ছে। প্রকৃতি প্রদত্ত
শাস্তি ভোগ করছে। বিএনপি আর যাই করুক, কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না।’
তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা কারাগারে। তাদের ভুল রাজনীতির কারণে তারা নিজেরাই শেষ হতে চলেছে। তাদের অস্তিত্ব এখন সংকটে। মামলার ভয়ে নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে দলটি।’
‘এক সময় আমাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমার দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেয়া হয়নি। সে সময় দলের নেতাকর্মীদের ওপর চরম দমন-পীড়ন চালানো হয়েছে। কোনো সভা-সমাবেশ করতে দেয়নি।’ বিএনপির শাসন আমলকে তার জীবনের বিভীষিকাময় স্মৃতি উল্লেখ করে এসব কথা বলেন সাবেক এই রাষ্ট্রপতি।
এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সদস্য সচিব সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।