ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শামীম ওসমান থাকলে ভালো, না থাকলে আরও ভালো: আইভী

ওসমান পরিবারের সদস্যরা ছাড়া শামীম ওসমানের অনুসারিরাও তার পক্ষে কাজ করবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কৌশল নির্ধারণী এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ক্ষমতাসীন দলটির একাধিক কেন্দ্রীয় নেতাদের তিনি জানান ‘তবে কেউ গোপনে, কেউ


প্রকাশ্যে থাকবে। শামীম ওসমান নির্বাচনে সক্রিয় হলে ভালো, নিষ্ক্রিয় থাকলে আরও ভালো।’

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘শামীম ওসমানের লোকজনসহ নারায়ণগঞ্জের আওয়ামী লীগ আমার সঙ্গে রয়েছে। এমনকি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনও আমাকে সমর্থন দিয়েছেন।’

বৈঠকে নির্বাচনি প্রচারণার কৌশল বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘নারায়ণগঞ্জের প্রত্যেক ওয়ার্ডে আমি যাব। সব শ্রেণি-পেশার মানুষের কাছে যাব। দরকার হলে উনার (শামীম ওসমান) কাছেও যাব। কিন্তু উনাকে ‘ডিল’ করতে হবে কেন্দ্র থেকে।’’

প্রায় ২ ঘণ্টার বৈঠকে আইভী তার নির্বাচনি কৌশল জানান কেন্দ্রীয় নেতাদের। এ সময় তিনি পরামর্শও নেন। আইভীর বক্তব্য রাখার সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও সম্পাদক আব্দুর রহমান নোট নেন। সন্ধ্যায় নোটগুলো দলের সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হবে। এরপর দলের সভাপতির পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে আওয়ামী লীগ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শামীম ওসমান থাকলে ভালো, না থাকলে আরও ভালো: আইভী

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬

ওসমান পরিবারের সদস্যরা ছাড়া শামীম ওসমানের অনুসারিরাও তার পক্ষে কাজ করবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কৌশল নির্ধারণী এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ক্ষমতাসীন দলটির একাধিক কেন্দ্রীয় নেতাদের তিনি জানান ‘তবে কেউ গোপনে, কেউ


প্রকাশ্যে থাকবে। শামীম ওসমান নির্বাচনে সক্রিয় হলে ভালো, নিষ্ক্রিয় থাকলে আরও ভালো।’

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘শামীম ওসমানের লোকজনসহ নারায়ণগঞ্জের আওয়ামী লীগ আমার সঙ্গে রয়েছে। এমনকি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনও আমাকে সমর্থন দিয়েছেন।’

বৈঠকে নির্বাচনি প্রচারণার কৌশল বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘নারায়ণগঞ্জের প্রত্যেক ওয়ার্ডে আমি যাব। সব শ্রেণি-পেশার মানুষের কাছে যাব। দরকার হলে উনার (শামীম ওসমান) কাছেও যাব। কিন্তু উনাকে ‘ডিল’ করতে হবে কেন্দ্র থেকে।’’

প্রায় ২ ঘণ্টার বৈঠকে আইভী তার নির্বাচনি কৌশল জানান কেন্দ্রীয় নেতাদের। এ সময় তিনি পরামর্শও নেন। আইভীর বক্তব্য রাখার সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও সম্পাদক আব্দুর রহমান নোট নেন। সন্ধ্যায় নোটগুলো দলের সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হবে। এরপর দলের সভাপতির পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে আওয়ামী লীগ।