বাঙালী কণ্ঠ ডেস্কঃ কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন ফাউন্ডেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (২৯ জুলাই) বিকালে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইফার উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদকে বিদায়ী শুভেচ্ছাস্বরূপ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন ফাউন্ডেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও. এনাম বিন ফজলুল হক, সুপার ভাইজার মাও. আবু সাঈদ, মো. খায়রুল ইসলাম, আবু বকর ছিদ্দিকসহ ফাউন্ডেশনের কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ কিশোরগঞ্জে কর্মকালীন সময়ে একজন দক্ষ অফিসার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। জেলার সর্বস্তরের জনগণের কাছে একটা প্রচণ্ড রকমের গ্রহণযোগ্যতা ছিল।
তাঁর কর্মকালীন সময়েই জেলার ১৩টি উপজেলায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র এবং মসজিদভিত্তিক পাঠাগার স্থাপনের কাজ দ্রুত অগ্রগতি হয়েছে।
সদা হাস্যময়, প্রাণচাঞ্চল্যে উৎফুল্ল, মেধাবী, প্রজ্ঞাবান, যোগ্যতা, দক্ষতা, সততা ও অসীম ধীশক্তির অধিকারী উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর জন্যে কিশোরগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের সর্বস্তরের ব্যক্তিদের মধ্যে প্রিয়জন হারানোর বিয়োগ ব্যথা বইছে।