ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গোনাহ মাফের ছোট্ট আমল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মহান আল্লাহ তায়ালা বান্দার সব সমস্যা সমাধানের জন্য উপায় দিয়েছেন পবিত্র কোরআনে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের শিখিয়েছেন সব আমল। ছোট্ট একটি তাসবিহ ১০০ বার পড়লেই পাওয়া যাবে এক হাজার নেকি। আবার এক হাজার অপরাধের গোনাহ থেকেও মিলবে মুক্তি। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) তার সঙ্গে উপস্থিত সাহাবাগণকে বললেন, ‘তোমাদের মধ্যে কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম? উপস্থিতদের একজন জানতে চাইলেন, আমাদের একজন কীভাবে এক হাজার নেকি অর্জন করবে? তিনি বললেন-

‘তোমাদের কেউ একশতবার তাসবিহ سُبْحَانَ الله (সুবহানাল্লাহ) পড়লেই তার আমালনামায় এক হাজার নেকি লিখে দেওয়া হবে এবং তার এক হাজার অপরাধ ক্ষমা করে দেয়া হবে। (তিরমিজি, মুসলিম)

শুধু তা-ই নয় হজরত ইবরাহিম আলাইহিস সালাম মিরাজের রাতে রাসূলুল্লাহ (সা.) কে বললেন, ‘হে মুহাম্মাদ! আপনার উম্মাতকে আমার সালাম পৌঁছে দেবেন। আর তাদের জানিয়ে দেবেন-

‘জান্নাতের জমিন অনেক সুঘ্রাণে সমৃদ্ধ। আর সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। জান্নাত একটি সমতল ভূমি এবং তার গাছপালা হলো-

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

উচ্চারণ : ‘সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’। (তিরমিজি, তালিকুর রাগিব)

হাদিসের বর্ণনায় মহান আল্লাহর পবিত্রতা বর্ণনার ছোট্ট এ আমলের রয়েছে অনেক ফজিলত ও তাৎপর্য। রাসূলুল্লাহ (সা.) উম্মতে মুহাম্মাদির জন্য ছোট্ট এ তাসবিহ’র বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। যে তাসবিহতে রয়েছে, মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে ছোট্ট তাসবিহ (সুবহানাল্লাহ) প্রতিদিন ১০০ বার পড়ার তাওফিক দান করুন। এর বিনিময়ে এক হাজার নেকি পাওয়ার এবং এক হাজার অপরাধের গোনাহ থেকে মুক্তি পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চ্যাম্পিয়নস ট্রফিতে একসাথে সাকিব-তামিম

গোনাহ মাফের ছোট্ট আমল

আপডেট টাইম : ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মহান আল্লাহ তায়ালা বান্দার সব সমস্যা সমাধানের জন্য উপায় দিয়েছেন পবিত্র কোরআনে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের শিখিয়েছেন সব আমল। ছোট্ট একটি তাসবিহ ১০০ বার পড়লেই পাওয়া যাবে এক হাজার নেকি। আবার এক হাজার অপরাধের গোনাহ থেকেও মিলবে মুক্তি। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) তার সঙ্গে উপস্থিত সাহাবাগণকে বললেন, ‘তোমাদের মধ্যে কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম? উপস্থিতদের একজন জানতে চাইলেন, আমাদের একজন কীভাবে এক হাজার নেকি অর্জন করবে? তিনি বললেন-

‘তোমাদের কেউ একশতবার তাসবিহ سُبْحَانَ الله (সুবহানাল্লাহ) পড়লেই তার আমালনামায় এক হাজার নেকি লিখে দেওয়া হবে এবং তার এক হাজার অপরাধ ক্ষমা করে দেয়া হবে। (তিরমিজি, মুসলিম)

শুধু তা-ই নয় হজরত ইবরাহিম আলাইহিস সালাম মিরাজের রাতে রাসূলুল্লাহ (সা.) কে বললেন, ‘হে মুহাম্মাদ! আপনার উম্মাতকে আমার সালাম পৌঁছে দেবেন। আর তাদের জানিয়ে দেবেন-

‘জান্নাতের জমিন অনেক সুঘ্রাণে সমৃদ্ধ। আর সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। জান্নাত একটি সমতল ভূমি এবং তার গাছপালা হলো-

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

উচ্চারণ : ‘সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’। (তিরমিজি, তালিকুর রাগিব)

হাদিসের বর্ণনায় মহান আল্লাহর পবিত্রতা বর্ণনার ছোট্ট এ আমলের রয়েছে অনেক ফজিলত ও তাৎপর্য। রাসূলুল্লাহ (সা.) উম্মতে মুহাম্মাদির জন্য ছোট্ট এ তাসবিহ’র বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। যে তাসবিহতে রয়েছে, মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে ছোট্ট তাসবিহ (সুবহানাল্লাহ) প্রতিদিন ১০০ বার পড়ার তাওফিক দান করুন। এর বিনিময়ে এক হাজার নেকি পাওয়ার এবং এক হাজার অপরাধের গোনাহ থেকে মুক্তি পাওয়ার তাওফিক দান করুন। আমিন।