বয়ান করলেন যাঁরা
গতকাল ফজরের পরে বয়ান করেন মাওলানা সাঈদ বিন সাদ (ভারত), বাংলায় অনুবাদ করেন মুফতি ওসামা ইসলাম।
গতকাল বয়ানে বলা হয়, দাওয়াতের কাজে যে পরিমাণ মেহনত করা প্রয়োজন, তা করলে আল্লাহ আমাদের দাওয়াতকে কবুল করবেন। আর দাওয়াত কবুল হলে আমাদের দোয়া কবুল হবে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গতকাল পর্যন্ত সাত মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে ইজতেমা ময়দানে ছয়জন ও ময়দানে আসার পথে একজনের মৃত্যু হয়। তাঁরা হলেন ঢাকার বংশালের মুনতাজ উদ্দিন (৭৮), সিরাজগঞ্জের কাজিপুরের জালাল মণ্ডল (৬০), জামালপুরের ইসলামপুরের নবীর উদ্দিন (৬০), শেরপুরের আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়ার আব্দুল হেলিম মিয়া (৬২), দিনাজপুরের নবাবগঞ্জের জহির উদ্দিন (৭০) ও লক্ষ্মীপুরের রামগতির আবুল কাসেম (৬৫)। ইজতেমায় আসার পথে আবদুল্লাহপুরে বাসের ধাক্কায় আবুল কাসেম মারা যান।
গণপরিবহন বন্ধ
ইজতেমার আখেরি মোনাজাতের সুবিধার্থে শনিবার মধ্যরাত থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে ইজতেমাসংশ্লিষ্ট গাড়ি ওই সব রাস্তায় চলবে। আখেরি মোনাজাতের পর সুবিধাজনক সময়ে রাস্তাগুলো খুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।
যৌতুকবিহীন বিয়ে
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন গতকাল বাদ আসর ১৪ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ের নিবন্ধন হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কার এক নাগরিকের সঙ্গে বাংলাদেশি এক নারীর বিয়ে হয়। ইজতেমার আয়োজক কমিটির সদস্য ও মিডিয়া সমন্বয়ক মুফতি হাবিবুল্লা রায়হান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চত করেন। পারস্পরিক সম্মতিতে বরেরা মূল বয়ান মঞ্চের সামনে উপস্থিত হন আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা খেজুর বিতরণ ও দোয়া করা হয়। বিয়ে পড়ান মাওলানা ওসমান (পাকিস্তান)।
৬২ দেশের ৭৮৪৮ মেহমান
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাতে শরিক হতে ৬২ দেশের সাত হাজার ৮৪৮ জন বিদেশি মেহমান ময়দানে এসে পৌঁছেছেন। গতকাল বিকেল ৪টায় বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম কালের কণ্ঠকে এই তথ্য জানান। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, আফগানিস্তান, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, ব্রুনেই, কানাডা, চীন, ক্যামেরুন, কঙ্গো, মিসর, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইরান, ইসরাইল, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, জর্দান, কাজাখস্তান, কেনিয়া, কুয়েত, কিরগিজস্তান, লেবানন, মালয়েশিয়া, মৌরিতানিয়া, মরক্কো, মিয়ানমার, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, রাশিয়া, সৌদি আরব, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, সুদান, সুইডেন, তানজানিয়া, থাইল্যান্ড, উগান্ডা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ভিয়েতনাম ও ইয়েমেন।
এদিকে আখেরি মোনাজাতে বেশ কয়েকজন ভিআইপি অংশ নেবেন বলে জানা গেছে। এই পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাওলানা সাদ আহমাদ কান্ধলভীপন্থী মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলামের অনুসারীদের বিশ্ব ইজতেমা।