বাঙালী কণ্ঠ নিউজঃ সময় বয়ে বয়ে মাহে রজমান আবার এগিয়ে আসছে। জানি না আল্লাহ পাক তার দয়ার চাদরে ঢেকে রাখা বান্দাদের তালিকায় আমার নামটিও টুকে নিয়েছেন কি-না। হায়! কতই না সৌভাগ্যবান তারা, যাদের নাম ক্ষমাপ্রাপ্তদের তালিকায় উঠেছে! কতই না খোশ নসিব তাদের, যারা ভাগ্যরজনীতে ভাগ্যবানদের তালিকাভুক্ত হতে পেরেছে। শবে বরাতের ক্ষমার বৃষ্টিতে যারা নিজেদের ভিজিয়েছে, আশা করি আল্লাহপাকের দয়া তাদের ওপর বর্ষণ হয়েছে। আর যারা প্রভুর ডাকে সাড়া দিতে পারেনি, তাদের জন্য কিন্তু এখনও দুয়ার খোলা আছে।
একটি মর্যাদাময় মাস আসছে রহমত-বরকত ও মাগফিরাতের বর্ষণে পৃথিবীর মানুষকে ভিজিয়ে দিতে। হে দরদী পাঠক! এ মাসের একটি মুহূর্তও যেন আপনার অমনোযোগিতায় না কাটে। শয়তান যেন এ কথা বলে আপনাকে ধোঁকায় না ফেলে- মাত্র তো মাস শুরু হলো, সময় তো আরও আছে, ক’দিন পর থেকেই ইবাদতে মনোযোগী হব ইত্যাদি ইত্যাদি। এসব ধ্যান-ধারণা শয়তানের প্রতারণা ছাড়া কিছুই নয়। কোরআনুল কারিমে আল্লাহপাক বলেছেন, ‘শয়তানের চক্রান্ত বড়ই জটিল।’ আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।’
এখন থেকেই আপনার পরিকল্পনা করা উচিত- রমজানে কিভাবে ইবাদতে বেশি সময় কাটাবেন। আমরা যখন কোনও কাজে নামি, বা কোথাও ভ্রমণে বের হই, আগে-ভাগে প্রস্তুতি নিয়ে, চিন্তা-ভাবনা করে বের হই। তখন আমাদের ভ্রমণ হয় আনন্দমুখর। উপভোগ্য। হ্যাঁ! কখনও কখনও প্রস্তুতিহীন ভ্রমণেও আমাদের বের হতে হয়। আর তখনকার অভিজ্ঞতা মোটামুটি আমাদের সবারই আছে। সে ভ্রমণকে আর যাই বলি না কেন, আনন্দমুখর কিংবা উপভোগ্য বলা চলে না। রমজান থেকে যদি আমরা কিছু অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আগে-ভাগে প্রস্তুতি নেওয়া জরুরি।
রমজানের প্রস্তুতি বিষয়ে একটি পরামর্শ দিতে চাই। ইবাদতের পাশাপাশি অধ্যয়নের জন্য সময় বরাদ্দ করুন। ভুলে যাবেন না, অধ্যয়নও একধরনের ইবাদত। বরং নফল সব ইবাদতের চেয়ে পড়াশোনা শ্রেষ্ঠ ইবাদত বলে মুসলিম গবেষকরা উল্লেখ করেছেন।