বাঙালী কণ্ঠ নিউজঃ ২৩ মে সকালে এক পুত্র সন্তানের জন্ম দেন মীনাজ বেগম নামে উত্তরপ্রদেশের এক নারী। বিজেপির ভূমিধ্বস বিজয়ের জোয়ারে ওই নারীও সিদ্ধান্ত নেন ছেলের নাম রাখবেন নরেন্দ্র মোদি। মীনাজ বেগমের বাড়ি উত্তরপ্রদেশের গোন্ডা এলাকায়। তার স্বামী থাকেন দুবাইতে।
টানা দ্বিতীয়বারের মতো দ্বিগুণ শক্তি নিয়ে ক্ষমতায় ফিরেছেন নরেন্দ্র মোদি। এ নিয়ে আনন্দে ভাসছে দেশ। যদিও বিজেপির জয়ের পর পরই ৩ মুসলিম নির্যাতনের শিকার হয়েছেন গোরক্ষকদের হাতে। তবুও মীনাজ বেগম যেন নিজের ছেলের নাম নরেন্দ্র মোদি রেখে অসাম্প্রদায়িক সমাজের বার্তা দিলেন।
এ বিষয়ে মীনাজ বেগম বলন, আমি চাই আমার ছেলে মোদিজির মতো ভালো কাজ করুক আর তার মতোই সফল হোক।