পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে টাইগাররা।
এদিন শুরুতেই বিদায় নেন সৌম্য সরকার। দলীয় ২৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান সৌম্য। আউট হওয়ার আগে ২২ বলে ১৯ রান করেছেন তিনি।
তবে দেখেশুনে খেলে যান তামিম। বলের গুনাগুণ বিবেচনা করে ৪১ বলে ৭ চার ২ ছয়ে ঝড়ো ফিফটি পূর্ণ করেন তামিম ইকবাল।
প্রস্তুতি ম্যাচের ১৩ সদস্যের দলে ফিরেছেন ইমরুল কায়েস। সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। এরপর ৩০ মে, মঙ্গলবার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন ভারত।