দলীয় মাত্র ৬ রানের মাথায় দারুণ একটি ব্রেক থ্রু এনে দেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। মুস্তাফিজুর রহমানকে দুর্দান্ত ক্যাচ বানিয়ে ইংলিশ ওপেনার জ্যাসন রয়কে সাজঘরে ফেরত পাঠান তিনি।
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে প্রথম উইকেট তুলে নিয়ে দারুণ একটি রেকর্ডও গড়েন নড়াইল এক্সপ্রেস। ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিদেশের মাটিতে শততম উইকেট শিকার করেন তিনি।
এ তালিকায় মাশরাফির পরই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি নিয়েছেন ৮৭ উইকেট। আর ৮৫ উইকেট নিয়ে সাকিবের পরের অবস্থান আরেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের।
উল্লেখ্য, ২০০১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। বারবার ইনজুরির ছোবলে মাঠের বাইরে গিয়েছেন তবে আবার ফিরেছেন। আর মাশরাফির শক্তি হয়েছে ভক্ত সমর্থকদের ভালোবাসা।