ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোজা রেখে জয় উদযাপন করেন মাশরাফিরা

কোনো পার্টি নয়, রমজানের রোজা রেখে জয় উদযাপন করে বাংলাদেশ ক্রিকেট দলের মুসলিম খেলোয়াড়রা। এমন তথ্যই দিলেন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। ওই জয়ে বাংলাদেশের সেমিফাইনালের উজ্জ্বল সম্ভবনা তৈরি হয়। পরের দিন ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হারলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণের সামনে ছিল। সেই ম্যাচ অস্ট্রেলিয়া হারে। এতে প্রথমবারের মতো আইসিসি বৈশ্বিক কোনো টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ‘ঐতিহাসিক’ জয়ের পর বাংলাদেশের খেলোয়াড় ড্রেসিং রুমে বড় কোনো উদযাপন করেনি। সবাই মিলে একসঙ্গে ‘আমরা করবো জয়’ গান গেয়ে উদযাপন করেন। এতটুকুতেই শেষ করে তারা। পরের দিন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। সেদিন বাংলাদেশ দলের মুসলিম খেলোয়াড়রা রোজা রেখে নিজেদের জয় উদাপন করেন। বিষয়টি বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেই জানালেন, ‘রমজান মাস চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর শুক্রবার রাতে ছেলেরা কোনো পার্টি করেনি। ছেলেরা সবাই রোজা রেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছাড়া ছেলেরা টুর্নামেন্টে খুবই ভাল খেলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রোজা রেখে জয় উদযাপন করেন মাশরাফিরা

আপডেট টাইম : ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭

কোনো পার্টি নয়, রমজানের রোজা রেখে জয় উদযাপন করে বাংলাদেশ ক্রিকেট দলের মুসলিম খেলোয়াড়রা। এমন তথ্যই দিলেন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। ওই জয়ে বাংলাদেশের সেমিফাইনালের উজ্জ্বল সম্ভবনা তৈরি হয়। পরের দিন ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হারলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণের সামনে ছিল। সেই ম্যাচ অস্ট্রেলিয়া হারে। এতে প্রথমবারের মতো আইসিসি বৈশ্বিক কোনো টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ‘ঐতিহাসিক’ জয়ের পর বাংলাদেশের খেলোয়াড় ড্রেসিং রুমে বড় কোনো উদযাপন করেনি। সবাই মিলে একসঙ্গে ‘আমরা করবো জয়’ গান গেয়ে উদযাপন করেন। এতটুকুতেই শেষ করে তারা। পরের দিন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। সেদিন বাংলাদেশ দলের মুসলিম খেলোয়াড়রা রোজা রেখে নিজেদের জয় উদাপন করেন। বিষয়টি বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেই জানালেন, ‘রমজান মাস চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর শুক্রবার রাতে ছেলেরা কোনো পার্টি করেনি। ছেলেরা সবাই রোজা রেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছাড়া ছেলেরা টুর্নামেন্টে খুবই ভাল খেলেছে।