ঢাকা , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দোয়া চাইলেন তাসকিন

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ১৫ই জুন বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এই ম্যাচে ভালো করার জন্যে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।

আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ইংল্যাণ্ডে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন তিনি। এসময় সেখান থেকে ভক্তদের শুভেচ্ছা জানান এবং সামনের ম্যাচে বাংলাদেশ দলের জন্য দোয়া চান।

এ সময় তাসকিন জানান, সেমিফাইনালে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। লক্ষ্য একটাই, আর তা হল জয় নিয়ে মাঠ ছাড়া। আর আসরের ফাইনাল খেলার জন্যে এখন মুখিয়ে আছেন তারা।

এর আগে রবিবার কার্ডিফ থেকে বার্মিংহামের গাড়িতে ওঠার আগে তাসকিন সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যে কতটা খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা সবাই অনেক উত্তেজিত সেমিফাইনাল নিয়ে। এটা আসলে দারুণ এক অভিজ্ঞতা। সবাই খুব খুশি। ইতিহাস গড়ে আমরা ফাইনালেও যেতে পারি।’

তাসকিন কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। তবে প্রস্ততি ম্যাচে খরুচে বোলিং করায় মূল লড়াইয়ের প্রথম দুটি ম্যাচে একাদেশে ছিলেন না তিনি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জায়গা পেয়েই ঝলসে উঠলেন তরুণ এই পেসার। সামনের ম্যাচেও সুযোগ পেলে ভালো কিছু করার অঙ্গীকার তার চোখে মুখে, ‘সুযোগ পেলে চেষ্টা করব এমন কোনও স্পেল করার, যেটা ম্যাচ জিততে সাহায্য করে।’

উল্লেখ্য, আগামী ১৫ জুন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার কথা টিম বাংলাদেশের। ওই ম্যাচকে সামনে রেখে আগামী ১৩ জুন সকালে অনুশীলন শুরু করবে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দোয়া চাইলেন তাসকিন

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ১৫ই জুন বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এই ম্যাচে ভালো করার জন্যে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।

আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ইংল্যাণ্ডে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন তিনি। এসময় সেখান থেকে ভক্তদের শুভেচ্ছা জানান এবং সামনের ম্যাচে বাংলাদেশ দলের জন্য দোয়া চান।

এ সময় তাসকিন জানান, সেমিফাইনালে নিজেদের সেরাটাই উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। লক্ষ্য একটাই, আর তা হল জয় নিয়ে মাঠ ছাড়া। আর আসরের ফাইনাল খেলার জন্যে এখন মুখিয়ে আছেন তারা।

এর আগে রবিবার কার্ডিফ থেকে বার্মিংহামের গাড়িতে ওঠার আগে তাসকিন সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যে কতটা খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা সবাই অনেক উত্তেজিত সেমিফাইনাল নিয়ে। এটা আসলে দারুণ এক অভিজ্ঞতা। সবাই খুব খুশি। ইতিহাস গড়ে আমরা ফাইনালেও যেতে পারি।’

তাসকিন কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। তবে প্রস্ততি ম্যাচে খরুচে বোলিং করায় মূল লড়াইয়ের প্রথম দুটি ম্যাচে একাদেশে ছিলেন না তিনি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জায়গা পেয়েই ঝলসে উঠলেন তরুণ এই পেসার। সামনের ম্যাচেও সুযোগ পেলে ভালো কিছু করার অঙ্গীকার তার চোখে মুখে, ‘সুযোগ পেলে চেষ্টা করব এমন কোনও স্পেল করার, যেটা ম্যাচ জিততে সাহায্য করে।’

উল্লেখ্য, আগামী ১৫ জুন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার কথা টিম বাংলাদেশের। ওই ম্যাচকে সামনে রেখে আগামী ১৩ জুন সকালে অনুশীলন শুরু করবে টাইগাররা।