ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমার আমন্ত্রণপত্র কোথাও হারিয়ে গেছে: ম্যারাডোনা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  আন্তর্জাতিক স্পোর্টস দুনিয়ায় কয়েকদিন ধরে শুধু একজনই খবরের শিরোনামে বিচরণ করছেন। তিনি ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। ছেলেবেলার বান্ধবী অ্যান্তোনেলা রোকুজোকেই বিয়ে করছেন মেসি। এই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় কারা আছে আর কারা বাদ পড়েছে টা নিয়েও আলচনার শেষ নেই। অবিশ্বাষ্য হলেও সত্যি মেসির বিয়েতে আমন্ত্রণ পাননি স্বয়ং ডিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই কিংবদন্তিকে নিজের বিয়েতে ডাকেননি চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। এ নিয়ে সমালোচনা উঠলেও ম্যারাডোনা কিন্তু মোটেও সমালোচনা করেন নি।

এই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় থাকতে না পেরে ম্যারাডোনা অভিমানী হলেও মেসির ভবিষ্যত জীবনের জন্য শুভেচ্ছা জানাতে একটুও কার্পণ্য করেননি।

তিনি বলছেন, ‘আমার আমন্ত্রণপত্র কোথাও হারিয়ে গেছে। মেসির জন্য আমার শুভেচ্ছা রইল। আশা করি ওর অনেক সন্তান হোক। ও জানে আমি ওকে খুব ভালোবাসি৷ মেসি আমাকে বিয়েতে আমন্ত্রণ জানায়নি বলে ওর জন্য আমার অনুভূতি বদলাবে না। ও খুব ভালো একজন স্পোর্টসম্যান ও অসাধারণ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আমার আমন্ত্রণপত্র কোথাও হারিয়ে গেছে: ম্যারাডোনা

আপডেট টাইম : ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  আন্তর্জাতিক স্পোর্টস দুনিয়ায় কয়েকদিন ধরে শুধু একজনই খবরের শিরোনামে বিচরণ করছেন। তিনি ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। ছেলেবেলার বান্ধবী অ্যান্তোনেলা রোকুজোকেই বিয়ে করছেন মেসি। এই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় কারা আছে আর কারা বাদ পড়েছে টা নিয়েও আলচনার শেষ নেই। অবিশ্বাষ্য হলেও সত্যি মেসির বিয়েতে আমন্ত্রণ পাননি স্বয়ং ডিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই কিংবদন্তিকে নিজের বিয়েতে ডাকেননি চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। এ নিয়ে সমালোচনা উঠলেও ম্যারাডোনা কিন্তু মোটেও সমালোচনা করেন নি।

এই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় থাকতে না পেরে ম্যারাডোনা অভিমানী হলেও মেসির ভবিষ্যত জীবনের জন্য শুভেচ্ছা জানাতে একটুও কার্পণ্য করেননি।

তিনি বলছেন, ‘আমার আমন্ত্রণপত্র কোথাও হারিয়ে গেছে। মেসির জন্য আমার শুভেচ্ছা রইল। আশা করি ওর অনেক সন্তান হোক। ও জানে আমি ওকে খুব ভালোবাসি৷ মেসি আমাকে বিয়েতে আমন্ত্রণ জানায়নি বলে ওর জন্য আমার অনুভূতি বদলাবে না। ও খুব ভালো একজন স্পোর্টসম্যান ও অসাধারণ মানুষ।