ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এসেক্সের হয়ে প্রথম ম্যাচে ব্যর্থ তামিম

BECKENHAM, ENGLAND - JULY 09: Tamim Iqbal of Essex leaves the pitch after netting during the Kent Spitfires v Essex Eagles - NatWest T20 Blast (G) cricket match at the County Ground on July 09, 2017 in Beckenham, England. (Photo by Nick Wood/Getty Images)

বাঙালী কণ্ঠ নিউজঃ  ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এবারের আসরে এসেক্সের হয়ে আটটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। গতকাল দলটির হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। কিন্তু ভালো কিছু করতে ব্যর্থ হয়েছেন তামিম। তার দলও হেরেছে।

রবিবার কেন্টের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এসেক্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে তামিম ইকবাল ৭ বল খেলে ৭ রান করেন। অ্যাডাম মিলনের বলে বোল্ড হন তিনি।

এছাড়া বরুণ চোপড়া ৪৭, রবি বোপারা ৪৫ ও রায়ান টেন ডেসকাট ৩৮ রান করেন। কেন্টের পক্ষে অ্যাডাম মিলনে ২টি, ম্যাল কোলস ১টি, জেমস নিশাম ৩টি ও জেমস ট্রেডওয়েল ১টি করে উইকেট নেন।

এরপর কেন্ট ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়লাভ করে। দলের পক্ষে ৫৫ বল খেলে ৯০ রান করে অপরাজিত থাকেন ওপেনার ড্যানিয়েল বেল-ড্রামন্ড। এসেক্সের পক্ষে সাইমন হার্মার ২টি ও আসহার জাইদি ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: সাত উইকেটে জয়ী কেন্ট

এসেক্স ইনিংস: ১৬৬/৮ (২০ ওভার)

(তামিম ইকবাল ৭, বরুণ চোপড়া ৪৭, টম ওয়েস্টলি ১৩, রবি বোপারা ৪৫, রায়ান টেন ডেসকাট ৩৮, আসহার জাইদি ১, জেমস ফোস্টার ৯, পল ওয়াল্টার ০, সাইমন হার্মার ১*, মোহাম্মদ আমির ০; ড্যারেন স্টিভেন্স ০/৪৩, অ্যাডাম মিলনে ২/২৪, ম্যাট কোলস ১/৪১, জেমস নিশাম ৩/৩৭, জেমস ট্রেডওয়েল ১/১৮)।

কেন্ট ইনিংস: ১৬৯/৩ (১৮.৩ ওভার)

(ড্যানিয়েল বেল-ড্রামন্ড ৯০*, জো ডেনলি ৩২, স্যাম নর্থইস্ট ৩৩, স্যাম বিলিংস ৬, জেমস নিশাম ৮*; মোহাম্মদ আমির ০/৪১, জ্যামি পোর্টার ০/২৫, পল ওয়াল্টার ০/২৩, সাইমন হার্মার ২/২১, রবি বোপারা ০/৩৯, আসহার জাইদি ১/২০)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: ড্যানিয়েল বেল-ড্রামন্ড (কেন্ট)

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এসেক্সের হয়ে প্রথম ম্যাচে ব্যর্থ তামিম

আপডেট টাইম : ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এবারের আসরে এসেক্সের হয়ে আটটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। গতকাল দলটির হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। কিন্তু ভালো কিছু করতে ব্যর্থ হয়েছেন তামিম। তার দলও হেরেছে।

রবিবার কেন্টের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এসেক্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে তামিম ইকবাল ৭ বল খেলে ৭ রান করেন। অ্যাডাম মিলনের বলে বোল্ড হন তিনি।

এছাড়া বরুণ চোপড়া ৪৭, রবি বোপারা ৪৫ ও রায়ান টেন ডেসকাট ৩৮ রান করেন। কেন্টের পক্ষে অ্যাডাম মিলনে ২টি, ম্যাল কোলস ১টি, জেমস নিশাম ৩টি ও জেমস ট্রেডওয়েল ১টি করে উইকেট নেন।

এরপর কেন্ট ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়লাভ করে। দলের পক্ষে ৫৫ বল খেলে ৯০ রান করে অপরাজিত থাকেন ওপেনার ড্যানিয়েল বেল-ড্রামন্ড। এসেক্সের পক্ষে সাইমন হার্মার ২টি ও আসহার জাইদি ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: সাত উইকেটে জয়ী কেন্ট

এসেক্স ইনিংস: ১৬৬/৮ (২০ ওভার)

(তামিম ইকবাল ৭, বরুণ চোপড়া ৪৭, টম ওয়েস্টলি ১৩, রবি বোপারা ৪৫, রায়ান টেন ডেসকাট ৩৮, আসহার জাইদি ১, জেমস ফোস্টার ৯, পল ওয়াল্টার ০, সাইমন হার্মার ১*, মোহাম্মদ আমির ০; ড্যারেন স্টিভেন্স ০/৪৩, অ্যাডাম মিলনে ২/২৪, ম্যাট কোলস ১/৪১, জেমস নিশাম ৩/৩৭, জেমস ট্রেডওয়েল ১/১৮)।

কেন্ট ইনিংস: ১৬৯/৩ (১৮.৩ ওভার)

(ড্যানিয়েল বেল-ড্রামন্ড ৯০*, জো ডেনলি ৩২, স্যাম নর্থইস্ট ৩৩, স্যাম বিলিংস ৬, জেমস নিশাম ৮*; মোহাম্মদ আমির ০/৪১, জ্যামি পোর্টার ০/২৫, পল ওয়াল্টার ০/২৩, সাইমন হার্মার ২/২১, রবি বোপারা ০/৩৯, আসহার জাইদি ১/২০)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: ড্যানিয়েল বেল-ড্রামন্ড (কেন্ট)