বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের ইঙ্গিত অনুযায়ী, এবারের আসরে আরও একটি দল যোগ হচ্ছে। তার মানে বিপিএল পাচ্ছে আরও একজন আইকন ক্রিকেটার। কিন্তু কে হচ্ছেন সেই আইকন ক্রিকেটার? এ নিয়ে বেশ ক’দিন ধরেই সরব দেশের ক্রিকেটাঙ্গন। অবশেষে সেই গুঞ্জনের সমাপ্তি ঘটতে চলেছে।
বিপিএলের পঞ্চম আসরে নতুন আইকন হতে যাচ্ছেন বাংলাদেশ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। বিপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে।
গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, দল বাড়ায় আইকন খেলোয়াড়ও বাড়বে। জাতীয় দলের হয়ে যাদের পারফরম্যান্স ভালো, খ্যাতি ও যশ রয়েছে তাদেরই আইকন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই বিবেচনায় নতুন আইকন মুস্তাফিজই হবে।
২০১৫ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন মুস্তাফিজ। গেলো আসরেও তাকে ধরে রেখেছিল দলটি। তবে ইনজুরির কারণে সর্বশেষ আসরে খেলতে পারেননি কাটার-মাস্টার। এবার আইকন ক্রিকেটারের তালিকায় নাম উঠলে দল পরিবর্তন করতে হবে বোলিং বিস্ময়কে।
গুঞ্জন ওঠে, বিপিএল গভর্নিং কাউন্সিল প্রথমে আইকন ক্রিকেটার হিসেবে ইমরুল কায়েসকে বিবেচনা করে। তবে এতে ভেটো দেয় তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফ্রাঞ্চাইজিটির কর্ণধার সাফ জানিয়ে দিয়েছেন, এবারও কায়েস, লিটন দাস, সাইফউদ্দিনসহ চার ক্রিকেটারকে ধরে রাখতে চায় তারা।
সবকিছু ঠিক থাকলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। এ আসরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে সিলেট। আসছে সেপ্টেম্বরে হবে প্লেয়ার ড্রাফট।