বাঙালী কণ্ঠ নিউজঃ বর্তমান সময়েরই নন, মেসি ইতিহাসের সেরা ফুটবলার। নিজের সমসাময়িকদের থেকে তো বটেই, অন্য সব ফুটবল কিংবদন্তিদের থেকেও একধাপ ওপরের মানের খেলোয়াড় বলে মন্তব্য করেছেন সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি।
নতুন মৌসুমে বার্সার জার্সিতে লিওনেল মেসির আরও উন্নতি করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অঁরির মতে, মেসি যেন ভিন গ্রহের কেউ। মানবের থেকে ঊর্দ্ধে। ফরাসি তারকা আরও যোগ করেন, ‘মেসির সেরাটা এখনও দেখেনি বিশ্ব। তার উন্নতি এখনই শেষ হয়ে যায়নি, সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়। আক্রমণভাগে সতীর্থদের নিয়ে আগুয়ান মেসিকে থামানো কষ্টকর।