ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার মধুর প্রতিশোধ

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে গেল আর্জেন্টিনা। এ জয়ে দারুণ একটি প্রতিশোধও নেওয়া হলো কলম্বিয়ার। গত কোপা আমেরিকা ফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরেই ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল দলটিকে। একইসঙ্গে নিজেদের ইতিহাসে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড থেমেছিল।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে যায় আর্জেন্টিনা। যেখানে ইয়ের্সন মসকেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান নিকোলাস গনসালেস। পরে পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস।

আর্জেন্টিনার এই হারে ১২ ম্যাচের (১১ জয়, এক ড্র) অপরাজেয় যাত্রা থামল। সবশেষ তারা হেরেছিল গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে।

খেলার ২৫তম মিনিটে ঘরের দর্শকদের উল্লাসে ভাসিয়ে এগিয়ে যায় কলম্বিয়া। রদ্রিগেস ছোট করে কর্নারে এক সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে উঁচু ক্রস বাড়ান দূরের পোস্টে, আর লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন মসকেরা।

বিরতির পর শুরুতে সমতায় ফেরে আর্জেন্টিনা। হামেসের ভুল পাসে মাঝমাঠের কাছে বল পেয়ে সঙ্গে লেগে থাকা মসকেরার চ্যালেঞ্জ সামলে এগিয়ে যান গনসালেস। বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

কিন্তু ৬০তম মিনিটে রদ্রিগেসের সফল স্পট-কিকে ফের এগিয়ে যায় কলম্বিয়া। আর্জেন্টিনা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি কলম্বিয়ার দানিয়েল মুনোসকে বক্সে ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

এদিকে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার দ্বিতীয় হার এটি। ৮ ম্যাচের ৬টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। তাদের সমান ম্যাচে ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার মধুর প্রতিশোধ

আপডেট টাইম : ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে গেল আর্জেন্টিনা। এ জয়ে দারুণ একটি প্রতিশোধও নেওয়া হলো কলম্বিয়ার। গত কোপা আমেরিকা ফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরেই ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল দলটিকে। একইসঙ্গে নিজেদের ইতিহাসে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড থেমেছিল।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে যায় আর্জেন্টিনা। যেখানে ইয়ের্সন মসকেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান নিকোলাস গনসালেস। পরে পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস।

আর্জেন্টিনার এই হারে ১২ ম্যাচের (১১ জয়, এক ড্র) অপরাজেয় যাত্রা থামল। সবশেষ তারা হেরেছিল গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে।

খেলার ২৫তম মিনিটে ঘরের দর্শকদের উল্লাসে ভাসিয়ে এগিয়ে যায় কলম্বিয়া। রদ্রিগেস ছোট করে কর্নারে এক সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে উঁচু ক্রস বাড়ান দূরের পোস্টে, আর লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন মসকেরা।

বিরতির পর শুরুতে সমতায় ফেরে আর্জেন্টিনা। হামেসের ভুল পাসে মাঝমাঠের কাছে বল পেয়ে সঙ্গে লেগে থাকা মসকেরার চ্যালেঞ্জ সামলে এগিয়ে যান গনসালেস। বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

কিন্তু ৬০তম মিনিটে রদ্রিগেসের সফল স্পট-কিকে ফের এগিয়ে যায় কলম্বিয়া। আর্জেন্টিনা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি কলম্বিয়ার দানিয়েল মুনোসকে বক্সে ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

এদিকে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার দ্বিতীয় হার এটি। ৮ ম্যাচের ৬টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। তাদের সমান ম্যাচে ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া।