ঢাকা , শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বার্সা ‘হাসপাতালে’ হাসি এনে দেওয়া লেভানডফস্কির প্রশংসায় কোচ

চোট জর্জর বার্সেলোনা অনেকটা হাসপাতালে পরিণত হয়েছে। মূল একাদশের ৮ জন ফুটবলার চোটে পড়েছেন। যার সবশেষ শিকার কাতালান ক্লাবের গোলবারের অতন্দ্র প্রহরী মার্ক টের স্টেগেন। তবুও হাসি বন্ধ হয়নি বার্সার

মৌসুম দুর্দান্ত কাটছে বার্সার। এতটাই দুর্দান্ত যে এখন পর্যন্ত লিগে কোনো ম্যাচ হারেননি তারা। জয় পেয়েছেন ৭ ম্যাচের প্রতিটিতেই। সবশেষ জয় এসেছে গতকাল।

লিগে এর আগের তিন ম্যাচের প্রতিপক্ষদের গোল বন্যায় ভাসালেও গতকাল হেতাফের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে। জয়সূচক গোলটি এনে দিয়েছেন রবার্ট লেভানডফস্কি। ম্যাচের ১৯ মিনিটে পোলিশ ফরোয়ার্ডের গোলেই ৩ পয়েন্ট পায় বার্সা।দলকে জয় এনে দেওয়া শিষ্য লেভার দুর্দান্ত প্রশংসা করেছেন কোচ হান্সি ফ্লিক।

বার্সেলোনার কোচ বলেছেন, ‘ গত ১০ বছরে আমার দেখা সেরা নাম্বার ৯ সে (লেভানডফস্কি)। গোলবারের সামনে বক্সে সে দুর্দান্ত।’এ মৌসুমে সব মিলিয়ে লেভার ৭ম গোলের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। ২১ পয়েন্ট পাওয়া কাতালান ক্লাবের পরেই আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট সমান ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বার্সা ‘হাসপাতালে’ হাসি এনে দেওয়া লেভানডফস্কির প্রশংসায় কোচ

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
চোট জর্জর বার্সেলোনা অনেকটা হাসপাতালে পরিণত হয়েছে। মূল একাদশের ৮ জন ফুটবলার চোটে পড়েছেন। যার সবশেষ শিকার কাতালান ক্লাবের গোলবারের অতন্দ্র প্রহরী মার্ক টের স্টেগেন। তবুও হাসি বন্ধ হয়নি বার্সার

মৌসুম দুর্দান্ত কাটছে বার্সার। এতটাই দুর্দান্ত যে এখন পর্যন্ত লিগে কোনো ম্যাচ হারেননি তারা। জয় পেয়েছেন ৭ ম্যাচের প্রতিটিতেই। সবশেষ জয় এসেছে গতকাল।

লিগে এর আগের তিন ম্যাচের প্রতিপক্ষদের গোল বন্যায় ভাসালেও গতকাল হেতাফের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে। জয়সূচক গোলটি এনে দিয়েছেন রবার্ট লেভানডফস্কি। ম্যাচের ১৯ মিনিটে পোলিশ ফরোয়ার্ডের গোলেই ৩ পয়েন্ট পায় বার্সা।দলকে জয় এনে দেওয়া শিষ্য লেভার দুর্দান্ত প্রশংসা করেছেন কোচ হান্সি ফ্লিক।

বার্সেলোনার কোচ বলেছেন, ‘ গত ১০ বছরে আমার দেখা সেরা নাম্বার ৯ সে (লেভানডফস্কি)। গোলবারের সামনে বক্সে সে দুর্দান্ত।’এ মৌসুমে সব মিলিয়ে লেভার ৭ম গোলের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। ২১ পয়েন্ট পাওয়া কাতালান ক্লাবের পরেই আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট সমান ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭।