ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের শিকার হওয়ার আগে শচীনকে পেছনে ফেললেন কোহলি

খালেদ আহমেদের হাতে অনেক সময় ছিল রানআউটটা করার জন্য। তবে সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি পেসার। উইকেটের উদ্দেশে আন্ডারআর্ম থ্রো করতে গিয়ে গুবলেট পাকিয়েছেন। তাতে প্রাণে পানি পান বিরাট কোহলি।

জীবন পেয়ে সেটাকে কাজে লাগাতে জানেন কোহলি। ২ রানে বেঁচে গিয়ে পৌঁছেছেন ৪৭ রান পর্যন্ত। সাকিব আল হাসানের বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হওয়ার আগেই শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি।

৫৯৪ ইনিংসে ২৭ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক ছুঁয়ে পেছনে ফেলেছেন শচীনকে। ২৭ হাজার রান করতে শচীনের ব্যাট করতে হয়েছিল ৬২৩ ইনিংসে। ইনিংস বড় করতে না পারার অতৃপ্তি যদিও-বা ছুঁয়ে যায় কোহলিকে, নতুন আরেক কীর্তি দিয়ে সে আক্ষেপ পোষানোর রসদ হাতেনাতে পেয়ে গেলেন।

এদিকে কোহলি ফেরার আগেই বাংলাদেশের ২৩৩ রান টপকে লিডের দেখা পেয়ে যায় ভারত। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা ভারত এখন সে লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৫ উইকেটে ২৬৪ রান করেছে ভারত। লিড ৩১ রানের। ৬৫ রানে ব্যাট করছেন কেএল রাহুল, নতুন ক্রিজে এসেছেন রবীন্দ্র জাদেজা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাকিবের শিকার হওয়ার আগে শচীনকে পেছনে ফেললেন কোহলি

আপডেট টাইম : ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

খালেদ আহমেদের হাতে অনেক সময় ছিল রানআউটটা করার জন্য। তবে সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি পেসার। উইকেটের উদ্দেশে আন্ডারআর্ম থ্রো করতে গিয়ে গুবলেট পাকিয়েছেন। তাতে প্রাণে পানি পান বিরাট কোহলি।

জীবন পেয়ে সেটাকে কাজে লাগাতে জানেন কোহলি। ২ রানে বেঁচে গিয়ে পৌঁছেছেন ৪৭ রান পর্যন্ত। সাকিব আল হাসানের বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হওয়ার আগেই শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি।

৫৯৪ ইনিংসে ২৭ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক ছুঁয়ে পেছনে ফেলেছেন শচীনকে। ২৭ হাজার রান করতে শচীনের ব্যাট করতে হয়েছিল ৬২৩ ইনিংসে। ইনিংস বড় করতে না পারার অতৃপ্তি যদিও-বা ছুঁয়ে যায় কোহলিকে, নতুন আরেক কীর্তি দিয়ে সে আক্ষেপ পোষানোর রসদ হাতেনাতে পেয়ে গেলেন।

এদিকে কোহলি ফেরার আগেই বাংলাদেশের ২৩৩ রান টপকে লিডের দেখা পেয়ে যায় ভারত। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা ভারত এখন সে লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৫ উইকেটে ২৬৪ রান করেছে ভারত। লিড ৩১ রানের। ৬৫ রানে ব্যাট করছেন কেএল রাহুল, নতুন ক্রিজে এসেছেন রবীন্দ্র জাদেজা।