ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের ড্রাফটে না থেকেও ছিলেন সাকিব

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিভিন্ন দলের তারকা ক্রিকেটারদের দেখা মিলেছে। বরিশালের তামিম ইকবাল, খুলনার মেহেদী হাসান মিরাজ, রংপুরের নুরুল হাসান সোহানরা ড্রাফটে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিকে সহায়তা করেছেন তারা। তবে চট্টগ্রাম কিংসের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ড্রাফটে উপস্থিত থাকতে পারেননি।

এবারের বিপিএলে তার খেলা নিয়েই শঙ্কা ছিল। গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের আগে থেকেই বিদেশে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আর দেশে ফেরেননি। যদিও চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে অংশ নিতে দেশে আসার কথা রয়েছে তার।

তবে এই সিরিজের জন্য এলেও বিপিএলের সময় তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। এই বিষয়ে সোমবার (১৪ অক্টোবর) চিটাগাং কিংসের মালিক সাব্বির পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন, ‘সাকিবের ব্যাপারে আমরা ক্লিয়ারেন্স পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে তখন আমরা চুক্তি করেছি। এ ছাড়া আমরা রংপুরের সাথেও আলাপ করেছি সাকিবের সাথে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশাকরি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

ভারতে টেস্ট সিরিজ খেলার পর যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন সাকিব। সেখানে একটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তবে দূর থেকেও বিপিএলের খোঁজখবর রাখছেন। সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের ড্রাফটের জন্য চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।

এই প্রসঙ্গে চট্টগ্রামের মালিক বলেছেন, ‘সে দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে প্রয়োগ করেছি। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। আশাকরি সবার আশা পূরণ করতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিপিএলের ড্রাফটে না থেকেও ছিলেন সাকিব

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিভিন্ন দলের তারকা ক্রিকেটারদের দেখা মিলেছে। বরিশালের তামিম ইকবাল, খুলনার মেহেদী হাসান মিরাজ, রংপুরের নুরুল হাসান সোহানরা ড্রাফটে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিকে সহায়তা করেছেন তারা। তবে চট্টগ্রাম কিংসের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ড্রাফটে উপস্থিত থাকতে পারেননি।

এবারের বিপিএলে তার খেলা নিয়েই শঙ্কা ছিল। গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের আগে থেকেই বিদেশে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আর দেশে ফেরেননি। যদিও চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে অংশ নিতে দেশে আসার কথা রয়েছে তার।

তবে এই সিরিজের জন্য এলেও বিপিএলের সময় তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। এই বিষয়ে সোমবার (১৪ অক্টোবর) চিটাগাং কিংসের মালিক সাব্বির পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন, ‘সাকিবের ব্যাপারে আমরা ক্লিয়ারেন্স পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে তখন আমরা চুক্তি করেছি। এ ছাড়া আমরা রংপুরের সাথেও আলাপ করেছি সাকিবের সাথে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশাকরি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

ভারতে টেস্ট সিরিজ খেলার পর যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন সাকিব। সেখানে একটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তবে দূর থেকেও বিপিএলের খোঁজখবর রাখছেন। সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের ড্রাফটের জন্য চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।

এই প্রসঙ্গে চট্টগ্রামের মালিক বলেছেন, ‘সে দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে প্রয়োগ করেছি। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। আশাকরি সবার আশা পূরণ করতে পারব।’