ঢাকা , বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর পেনাল্টি মিস, বিদায় নিল আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসে বড় খেসারত দিল আল নাসর। সৌদি আরবের কিংস কাপে আল-তাউয়ুনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে দলটি। ফলে কোয়ার্টার ফাইনালের আগেই আসরটি থেকে বিদায় নিল তারা।

শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ম্যাচের ৭১তম মিনিটে ওয়ালিদ আল-আহমেদের করা গোলটিতে এগিয়ে যায় আল-তাউয়ুন। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিলেন।

সেখানেই রোনালদোর শট বক্সের বাইরে চলে যায়। আল নাসরে যোগ দেওয়ার পর নেওয়া প্রথম ১৮টি পেনাল্টিতেই গোল করা রোনালদো কাল ব্যর্থ হলেন।

এদিকে রোনালদোদের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমারের আল হিলাল। কাল আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রোনালদোর পেনাল্টি মিস, বিদায় নিল আল নাসর

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে

ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসে বড় খেসারত দিল আল নাসর। সৌদি আরবের কিংস কাপে আল-তাউয়ুনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে দলটি। ফলে কোয়ার্টার ফাইনালের আগেই আসরটি থেকে বিদায় নিল তারা।

শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ম্যাচের ৭১তম মিনিটে ওয়ালিদ আল-আহমেদের করা গোলটিতে এগিয়ে যায় আল-তাউয়ুন। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিলেন।

সেখানেই রোনালদোর শট বক্সের বাইরে চলে যায়। আল নাসরে যোগ দেওয়ার পর নেওয়া প্রথম ১৮টি পেনাল্টিতেই গোল করা রোনালদো কাল ব্যর্থ হলেন।

এদিকে রোনালদোদের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমারের আল হিলাল। কাল আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে দলটি।