ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উল্লেখযোগ্য পরিবর্তন এনে উইন্ডিজ সফরে দল ঘোষণা বাংলাদেশের

বেশ কয়েকটি পরিবর্তন এনে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলে এসেছে তিনটি পরিবর্তন। দুই টেস্টের এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ করবে বাংলাদেশ।

বাংলাদেশের ঘোষিত এই দলে রাখা হয়নি মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আঙুলের চোট পান এই মিডল অর্ডার ব্যাটার। তাতে সিরিজের শেষ দুই ম্যাচ তো খেলতে পারছেনই না, সরতে হয়েছে ক্যারিবিয়ান সফরের দল থেকেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ।

মুশফিকের জায়গায় দলে ফিরেছেন জাকের আলী। এদিকে খালেদ ও নাঈমের পরিবর্তে জায়গা হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে ছিলেন তারা। তার মানে, ক্যারিবিয়ান সফরে স্কোয়াডে থাকছেন চার পেসার।

সংযুক্ত আরব আমিরাতে চলমান আফগানিস্তান সিরিজ শেষেই লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা উড়াল দেবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে। আর লাল বলের দলে না থাকা ক্রিকেটাররা বাংলাদেশের বিমান ধরবেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

উল্লেখযোগ্য পরিবর্তন এনে উইন্ডিজ সফরে দল ঘোষণা বাংলাদেশের

আপডেট টাইম : ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

বেশ কয়েকটি পরিবর্তন এনে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলে এসেছে তিনটি পরিবর্তন। দুই টেস্টের এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ করবে বাংলাদেশ।

বাংলাদেশের ঘোষিত এই দলে রাখা হয়নি মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আঙুলের চোট পান এই মিডল অর্ডার ব্যাটার। তাতে সিরিজের শেষ দুই ম্যাচ তো খেলতে পারছেনই না, সরতে হয়েছে ক্যারিবিয়ান সফরের দল থেকেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ।

মুশফিকের জায়গায় দলে ফিরেছেন জাকের আলী। এদিকে খালেদ ও নাঈমের পরিবর্তে জায়গা হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে ছিলেন তারা। তার মানে, ক্যারিবিয়ান সফরে স্কোয়াডে থাকছেন চার পেসার।

সংযুক্ত আরব আমিরাতে চলমান আফগানিস্তান সিরিজ শেষেই লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা উড়াল দেবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে। আর লাল বলের দলে না থাকা ক্রিকেটাররা বাংলাদেশের বিমান ধরবেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।