আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা শুরুটা ভালো করে। ৮.৩ ওভারে ৫৩ রান তোলেন দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকার। তবে ৫ বলের ব্যবধানে তারা দুজনেই মাঠ ছাড়েন। আর দলীয় ৫৮ রানে রান আউট হয়ে ফিরেন যান জাকির হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়।
নবম ওভারের তৃতীয় বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হন সৌম্য। এই বাঁহাতি ২৩ বলে ৩টি চারে ২৪ রান করেছেন। আর পরের ওভারেই মোহাম্মদ নবীর বলে হাসমতউল্লাহ শহিদীকে ব্যক্তিগত ১৯ রানে ক্যাচ দেন তানজিদ হাসান। আর ১১তম ওভারে ৪ রানে রান আউট হন জাকির।
যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অন্তর্বর্তী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ ম্যাচে পেসার নাহিদ রানার অভিষেক হচ্ছে। সিরিজে ১-১ ব্যবধানে সমতা রয়েছে।
আজ নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। গত শনিবার দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পান। সেই চোটই কাল হয়ে দাঁড়ালো। কাল রাতে এমআরই করানো হয়েছে শান্তকে। আজ সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ওয়ানডের দলে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। নাজমুলের জায়গায় দলে ঢুকেছেন ব্যাটার জাকির হাসান। বিশ্রাম পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় ওয়ানডে অভিষেক হচ্ছে ফাস্ট বোলার নাহিদ রানার। অপরদিকে আফগানদের একাদশ অপরিবর্তীত থাকছে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেয়ালিয়া খারোতে, আল্লাহ গজনফর ও ফজলহক ফারুকি।