হিন্দিতে একটা কথা আছে, হার কার জিতনে ওয়ালে কো হি বাজিগার ক্যাহতে হ্যা। বাংলায় যার অর্থ, হারার পরও জিতে যে ঘুরে দাঁড়ায়, সেই প্রকৃতপক্ষে জয়ী। মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষেত্রেও যেন ঘটেছে ঠিক তাই। এইতো কয়েকমাস আগেই অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে আছে কি?
সে টুর্নামেন্টে আফগানিস্তানের কাছে হেরেই সেমি ফাইনালের পথ বন্ধ হয়েছিল টিম টাইগার্সের। তবে সেই ম্যাচে রীতিমত নিজের স্লো ব্যাটিংয়ের কারণে স্বার্থপর ক্রিকেটারের তকমা পেয়েছিলেন রিয়াদ। সেই রিয়াদের ব্যাটে ভর করেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
শান্তবিহীন দলে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। টপঅর্ডারের ব্যর্থতার পরও নির্ধারিত ৫০ ওভারে ৮ ২৪৪ রান তুলেছে বাংলাদেশ। সিরিজ জিততে হলে এর আগেই আফগানদের গুটিয়ে দিতে হবে। সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েছিলেন রিয়াদ। কিন্তু ৯৮ রানের মাথায় ইনিংসের শেষ বলে রানআউট হয়ে থামেন তিনি।
দলীয় ৭২ রানেই ৪ উইকেট হারিয়ে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। সেসময় রিয়াদ ফিরলেন নিজের চিরচেনা রুপে। হাকালেন সেঞ্চুরি। দলকে পৌঁছে দিলেন ২৫৩ রানের এক ম্যাচ উইনিং টোটালে। শুধু তাই না রিয়াদ এদিন খেলেছেন একশোরও বেশি স্ট্রাইক রেটে। পাশাপাশি বার্তা দিয়ে রাখলেন রিয়াদরা বুড়িয়ে যান না, ফুরিয়ে যান না।