ঢাকা , বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বছরসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌঁড়ে যে ৪ ক্রিকেটার

২০২৪ সালের আর মাত্র ২ দিন বাকি। বছরজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ঘটে গেছে নানান ঘটনা। কারো ব্যাটে দেখা গেছে রানের জোয়ার, কারো ব্যাটে দেখা গেছে খরা। কেউ বলহাতে আগুন ঝড়িয়েছেন, কেউ ছিলেন নিষ্প্রভ। বছরজুড়ে দারুণ পারফর্ম করা ক্রিকেটাররকে সেরা হিসেবে স্বীকৃতি দেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সেজন্য মনোনীত করা হয়েছে ৪ ক্রিকেটারকে। তাদের মধ্যে যেকোনো একজন হবেন ২০২৪ সালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার।

মনোনয়নে জায়গা হয়েছে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের। বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ক্রিকেটার টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে আছেন ৬ নম্বরে। সেরার মনোনয়নে তিনি ছাড়াও আছেন ভারতের আর্শদীপ সিং, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

এই বছরে ২৪ ম্যাচ খেলে ৭৩৮ রান করেছেন বাবর। ৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৩.৫৪ গড়ে এই রান করেছেন তিনি। যদিও অন্যান্য বছরের তুলনায় টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইকরেট বেড়েছে। ২০২৪ সালে ১৩৩.২১ স্ট্রাইকে ব্যাট করেছেন সাবেক এই অধিনায়ক।

অন্যদিকে, ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ চলতি বছরে ১৮ ম্যাচে তুলে নিয়েছেন ৩৬ উইকেট। মাত্র ১৩.৫ গড়ে বল করা এই ক্রিকেটারের সেরা বোলিং ফিগার ৪/৯। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন এই তরুণ পেসার।

২০১৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর এই বছরই প্রথম ধারাবাহিকভাবে রান পাচ্ছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এ বছর ১৫ ম্যাচে ৩৮.৫ গড়ে ৫৩৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে কোনো বছরে অস্ট্রেলিয়ান কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ রান এটি।

ক্রিকেটে জিম্বাবুয়ের পারফরম্যান্স বাজে হলেও উজ্জ্বল ছিলেন অধিনায়ক রাজা। ২০২৪ সালে ২৮.৬৫ গড়ে ৫৭৩ রান করেছেন তিনি। এর মধ্যে অপরাজিত ১৩৩ রানের ইনিংসও আছে। এই নিয়ে টানা তৃতীয়বার বছরসেরার মনোনয়ন পেলেন তিনি। বল হাতেও বেশ সফল ছিলেন এই অলরাউন্ডার। ২২.২৫ গড়ে ২৪ উইকেট পেয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বছরসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌঁড়ে যে ৪ ক্রিকেটার

আপডেট টাইম : ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

২০২৪ সালের আর মাত্র ২ দিন বাকি। বছরজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ঘটে গেছে নানান ঘটনা। কারো ব্যাটে দেখা গেছে রানের জোয়ার, কারো ব্যাটে দেখা গেছে খরা। কেউ বলহাতে আগুন ঝড়িয়েছেন, কেউ ছিলেন নিষ্প্রভ। বছরজুড়ে দারুণ পারফর্ম করা ক্রিকেটাররকে সেরা হিসেবে স্বীকৃতি দেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সেজন্য মনোনীত করা হয়েছে ৪ ক্রিকেটারকে। তাদের মধ্যে যেকোনো একজন হবেন ২০২৪ সালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার।

মনোনয়নে জায়গা হয়েছে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের। বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ক্রিকেটার টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে আছেন ৬ নম্বরে। সেরার মনোনয়নে তিনি ছাড়াও আছেন ভারতের আর্শদীপ সিং, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

এই বছরে ২৪ ম্যাচ খেলে ৭৩৮ রান করেছেন বাবর। ৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৩.৫৪ গড়ে এই রান করেছেন তিনি। যদিও অন্যান্য বছরের তুলনায় টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইকরেট বেড়েছে। ২০২৪ সালে ১৩৩.২১ স্ট্রাইকে ব্যাট করেছেন সাবেক এই অধিনায়ক।

অন্যদিকে, ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ চলতি বছরে ১৮ ম্যাচে তুলে নিয়েছেন ৩৬ উইকেট। মাত্র ১৩.৫ গড়ে বল করা এই ক্রিকেটারের সেরা বোলিং ফিগার ৪/৯। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন এই তরুণ পেসার।

২০১৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর এই বছরই প্রথম ধারাবাহিকভাবে রান পাচ্ছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এ বছর ১৫ ম্যাচে ৩৮.৫ গড়ে ৫৩৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে কোনো বছরে অস্ট্রেলিয়ান কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ রান এটি।

ক্রিকেটে জিম্বাবুয়ের পারফরম্যান্স বাজে হলেও উজ্জ্বল ছিলেন অধিনায়ক রাজা। ২০২৪ সালে ২৮.৬৫ গড়ে ৫৭৩ রান করেছেন তিনি। এর মধ্যে অপরাজিত ১৩৩ রানের ইনিংসও আছে। এই নিয়ে টানা তৃতীয়বার বছরসেরার মনোনয়ন পেলেন তিনি। বল হাতেও বেশ সফল ছিলেন এই অলরাউন্ডার। ২২.২৫ গড়ে ২৪ উইকেট পেয়েছেন তিনি।